নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহতের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বক্তাবলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মহসিন ও তোফাজ্জল ম্যানেজার।
এর আগে মঙ্গলবার রাতে নিহত আলমগীর হোসেনের স্ত্রী মিনু আক্তার (৩২) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুকসহ ১৮ জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাত ১০ / ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নামীয় আসামিরা হচ্ছেন— কাউছার (৩৫), ইউপি সদস্য ওমর ফারুক (৪৫), হাজী আব্দুল আলী (৬০), তোফাজ্জল ম্যানেজার (৪৮), শরিফ (৪৫), শাহিন (৪৬), পাভেল (১৮), ইমান (৩২), মজিবুর (৩৫), স্বপন (৩৮), জাহেদ আলী (৪২), আনোয়ার (৩৫), মতিন (৩২), মহসিন (৩০), জিহাদ (২৮), সিদ্দিক (৪৫), সজিব (৩০) ও হিমেল (২৬)।
মামলায় উল্লেখ্য করা হয়, নিহত আলমগীরের সঙ্গে ইউপি সদস্য ওমর ফারুকের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত সোমবার বেলা সাড়ে এগারোটায় অভিযুক্তরা আলমগীরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আলমগীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে লালমাটিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে আলমগীর মারা যায়।
তবে স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ওমর ফারুকের সঙ্গে আলমগীরের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে গত সোমবার সকালে ওমর ফারুককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে আলমগীর। খবর পেয়ে আলমগীরের সমর্থক ও স্থানীয়রা তাঁকে গণধোলাই দেয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করলে পরদিন সে মারা যায়। আহত ইউপি সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত দত্ত বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহতের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বক্তাবলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মহসিন ও তোফাজ্জল ম্যানেজার।
এর আগে মঙ্গলবার রাতে নিহত আলমগীর হোসেনের স্ত্রী মিনু আক্তার (৩২) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুকসহ ১৮ জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাত ১০ / ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নামীয় আসামিরা হচ্ছেন— কাউছার (৩৫), ইউপি সদস্য ওমর ফারুক (৪৫), হাজী আব্দুল আলী (৬০), তোফাজ্জল ম্যানেজার (৪৮), শরিফ (৪৫), শাহিন (৪৬), পাভেল (১৮), ইমান (৩২), মজিবুর (৩৫), স্বপন (৩৮), জাহেদ আলী (৪২), আনোয়ার (৩৫), মতিন (৩২), মহসিন (৩০), জিহাদ (২৮), সিদ্দিক (৪৫), সজিব (৩০) ও হিমেল (২৬)।
মামলায় উল্লেখ্য করা হয়, নিহত আলমগীরের সঙ্গে ইউপি সদস্য ওমর ফারুকের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত সোমবার বেলা সাড়ে এগারোটায় অভিযুক্তরা আলমগীরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আলমগীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে লালমাটিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে আলমগীর মারা যায়।
তবে স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ওমর ফারুকের সঙ্গে আলমগীরের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে গত সোমবার সকালে ওমর ফারুককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে আলমগীর। খবর পেয়ে আলমগীরের সমর্থক ও স্থানীয়রা তাঁকে গণধোলাই দেয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করলে পরদিন সে মারা যায়। আহত ইউপি সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত দত্ত বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১৮ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২১ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩৪ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে