Ajker Patrika

ইজতেমা উপলক্ষে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১০: ৫৪
ইজতেমা উপলক্ষে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস

আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দুই পর্বে হতে যাওয়া ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল ১৩ জানুয়ারি শুক্রবার। চলবে তিন দিন। ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

দূতাবাস ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মানুষের এই জমায়েতের সময় যানবাহন চলাচলে বেশ প্রভাব ফেলবে। বড় সড়কের অনেকগুলোতেই যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এই দিনগুলোয় ঢাকা ও আশপাশের এলাকায় ভ্রমণের কর্মসূচি থাকলে তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করে ট্রানজিট যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দরমুখী উড়োজাহাজের যাত্রীদের টিকিট সঙ্গে রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে পুলিশ চেকপোস্টে দেখানো যেতে পারে।

চলাচলের পথে বড় সমাবেশ, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হতে দেখলে বাড়তি সতর্কতা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। ইজতেমার দিনগুলোয় দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত