Ajker Patrika

আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে: শামীম ওসমান 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৭
আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে: শামীম ওসমান 

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান এমপি বলেছেন, ‘দেশের ওপর যে পাখিটা উড়ছে, ওর প্রতিনিধি যেভাবে পাকবাহিনীকে ব্যবহার করেছিল, ঠিক তেমনি এখন ব্যবহার করছে বিএনপি-জামায়াতদের। তাদের লিস্টে আমার নামও আছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে। আমি মরে গেলে দেশের কিছুই হবে না। তিনি (শেখ হাসিনা) থাকলেই দেশ ঠিক থাকবে।’ 

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ-৪ আসনের সিদ্ধিরগঞ্জে ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার স্টেশন এলাকায় নৌকা প্রতীকের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

একেএম শামীম ওসমান বলেন, ‘১৯৭০ সালের নির্বাচন যেমন স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনি আসন্ন নির্বাচনও স্বাধীনতা রক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে এক অদৃশ্য শক্তির সঙ্গে খেলছি। এই অদৃশ্য শক্তি চাচ্ছে এবার যেন ঠিকমতো ভোট না পড়ে। এই শক্তিটা চাচ্ছে বিএনপি-জামায়াতের মাধ্যমে নাশকতা ঘটিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে। আমাদের তা মোকাবিলা করতে হবে।’ 

তিনি বলেন, ‘আমি রাজনীতিকে ধান্দা হিসেবে নিইনি। আর আমি টাকা দিয়ে রাজনীতি পছন্দ করি না। আমি সারাক্ষণ কর্মী নিয়ে থাকি। আমি এমন কর্মী তৈরি করি নাই, যে কর্মী টাকা নিয়ে কাজ করে। আমি ধান্দা করলে ২০২৩ সালে এসে বাড়িঘর বন্ধক রাখতে হতো না। এ নিয়ে আমার আফসোস নেই। আমার বাবাও ১৯৭৪ সালে বাড়িঘর বন্ধক রেখেছিল।’ 

 এ সময় শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিক ৬ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত