অনলাইন ডেস্ক
আজ বুধবার সকাল থেকেই রাজনৈতিক কর্মসূচির জেরে তীব্র যানজটে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ছাত্রদল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ এবং সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে জমায়েত—এই দুই প্রধান ঘটনায় কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর অধিকাংশ সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সাধারণত কর্মদিবসে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানজটের চাপ থাকে। কিন্তু আজ বুধবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল ৯টার দিকেই বিজয় সরণি থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, গাড়িগুলো প্রায় নড়াচড়া করছিল না।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট আরও ভয়াবহ রূপ নেয়। ট্রাফিক পুলিশ জানায়, ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশে কয়েক লক্ষাধিক লোকের সমাগম হওয়ার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা এবং নগরীর আশপাশ থেকে বাসভর্তি নেতা-কর্মীরা রাজধানীতে আসতে থাকেন। এর ওপর, সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হলে যানজটের সূচনা হয়। পরবর্তীতে ছাত্রদলের সমাবেশের কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
যানজটের তীব্রতায় নগরবাসীর দুর্ভোগের চিত্র ছিল সর্বত্র। কারওয়ান বাজারের ওপর দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যতোদূর চোখ যায় গাড়ির সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা বাস থেকে নেমে বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
অফিসগামী কর্মজীবীরা জানান, শাহবাগে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। রিকশা করেও যাওয়ার উপায় নেই, কারণ সব রাস্তায় যানজট।
দুপুরের দিকে ট্রাফিক পুলিশ জানায়, রাজধানীতে ঢোকার সবকটি পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকেরা মাঠে রয়েছেন। যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
ট্রাফিক পুলিশ বলছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম। ফলে, দিনের শেষে ঘরে ফেরা মানুষদের আরও ভোগান্তি পোহাতে হতে পারে।
আজ বুধবার সকাল থেকেই রাজনৈতিক কর্মসূচির জেরে তীব্র যানজটে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ছাত্রদল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ এবং সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে জমায়েত—এই দুই প্রধান ঘটনায় কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর অধিকাংশ সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সাধারণত কর্মদিবসে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানজটের চাপ থাকে। কিন্তু আজ বুধবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল ৯টার দিকেই বিজয় সরণি থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, গাড়িগুলো প্রায় নড়াচড়া করছিল না।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট আরও ভয়াবহ রূপ নেয়। ট্রাফিক পুলিশ জানায়, ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশে কয়েক লক্ষাধিক লোকের সমাগম হওয়ার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা এবং নগরীর আশপাশ থেকে বাসভর্তি নেতা-কর্মীরা রাজধানীতে আসতে থাকেন। এর ওপর, সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হলে যানজটের সূচনা হয়। পরবর্তীতে ছাত্রদলের সমাবেশের কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
যানজটের তীব্রতায় নগরবাসীর দুর্ভোগের চিত্র ছিল সর্বত্র। কারওয়ান বাজারের ওপর দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যতোদূর চোখ যায় গাড়ির সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা বাস থেকে নেমে বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
অফিসগামী কর্মজীবীরা জানান, শাহবাগে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। রিকশা করেও যাওয়ার উপায় নেই, কারণ সব রাস্তায় যানজট।
দুপুরের দিকে ট্রাফিক পুলিশ জানায়, রাজধানীতে ঢোকার সবকটি পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকেরা মাঠে রয়েছেন। যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
ট্রাফিক পুলিশ বলছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম। ফলে, দিনের শেষে ঘরে ফেরা মানুষদের আরও ভোগান্তি পোহাতে হতে পারে।
বৈরী আবহাওয়ায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই নৌ-রুটে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
৬ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে গাড়িচালক শাওন হোসেন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটিও।
৩০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল কারখানার মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক বহনের কাজ করতে রাজি না হওয়ায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নিহত যুবকের নাম আরিফ আলী (৩০)। তিনি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের...
১ ঘণ্টা আগে