নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্মক্ষেত্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে ইউপি সচিব কল্যাণ তহবিল আহ্বায়ক কমিটি। জাতীয় প্রেসক্লাবে আজ রোববার খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেনসহ সারা দেশে ইউপি সচিবদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক মীর আবদুল বারেক। এ ছাড়া ভুক্তভোগীসহ সারা দেশ থেকে আসা ইউপি সচিবেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তাঁদের দাবিগুলো হলো—মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে বরখাস্ত করে শাস্তি প্রদান। কর্মক্ষেত্রে ইউপি সচিবেরা কোনো প্রকার হামলা বা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিশ্চিত। ক্ষতিগ্রস্ত ইউপি সচিবের চিকিৎসা ব্যয় ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে প্রয়োজনীয় সহায়তা এবং ভুক্তভোগীর পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্ধারিত অফিস সময়ের পর ইকবাল হোসেনকে বাড়ি থেকে অফিসে ডেকে এনে চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সন্ত্রাসী কায়দায় মারধর করেন। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযুক্ত চেয়ারম্যান এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ইউপি সচিবদের জন্য অপমানজনক।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার ইউপি সচিবদের তথ্য তুলে ধরে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এসব হামলা ও নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্যাতনের শিকার ইউপি সচিবকে অন্য ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো প্রশাসনিক তৎপরতা লক্ষ করা যায়নি।
কর্মক্ষেত্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে ইউপি সচিব কল্যাণ তহবিল আহ্বায়ক কমিটি। জাতীয় প্রেসক্লাবে আজ রোববার খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেনসহ সারা দেশে ইউপি সচিবদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক মীর আবদুল বারেক। এ ছাড়া ভুক্তভোগীসহ সারা দেশ থেকে আসা ইউপি সচিবেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তাঁদের দাবিগুলো হলো—মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে বরখাস্ত করে শাস্তি প্রদান। কর্মক্ষেত্রে ইউপি সচিবেরা কোনো প্রকার হামলা বা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিশ্চিত। ক্ষতিগ্রস্ত ইউপি সচিবের চিকিৎসা ব্যয় ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে প্রয়োজনীয় সহায়তা এবং ভুক্তভোগীর পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্ধারিত অফিস সময়ের পর ইকবাল হোসেনকে বাড়ি থেকে অফিসে ডেকে এনে চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সন্ত্রাসী কায়দায় মারধর করেন। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযুক্ত চেয়ারম্যান এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ইউপি সচিবদের জন্য অপমানজনক।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার ইউপি সচিবদের তথ্য তুলে ধরে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এসব হামলা ও নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্যাতনের শিকার ইউপি সচিবকে অন্য ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো প্রশাসনিক তৎপরতা লক্ষ করা যায়নি।
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
৪ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৭ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
২০ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২৫ মিনিট আগে