মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কোল্ড স্টোরেজে সাড়ে ৬ লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুত রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকার কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযান সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকার কোল্ড স্টোরেজে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখে বাজারে সংকট সৃষ্টি করা হয়েছে। এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম (৫২) ও জাহাঙ্গীর কাজীকে (৫৪) ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া আগামী দুদিনের মধ্যে কোল্ড স্টোর খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদারীপুর শহরে কোল্ড স্টোরেজে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখেছে। ওই দুই ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে লাভবান হওয়ার জন্য এই কাজ করেছে। অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়।’
তিনি বলেন, গত মার্চ মাস থেকে কোল্ড স্টোরে ৬ লাখ ৪২ হাজার ডিম মজুত করে রাখা হয়েছে। সেই ডিম এখন অধিক লাভে অতিরিক্ত মুনাফায় ধীরে ধীরে বিক্রি করছে। যা আইনের বিরোধী। বাজারে ডিমের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই সতর্কতামূলক শর্তসাপেক্ষে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে জরিমানা ও দুদিনের মধ্যে সব ডিম বাজারে বিক্রি করার জন্য বলা হয়েছে। তা না হলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।
মাদারীপুরের কোল্ড স্টোরেজে সাড়ে ৬ লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুত রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকার কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযান সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকার কোল্ড স্টোরেজে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখে বাজারে সংকট সৃষ্টি করা হয়েছে। এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম (৫২) ও জাহাঙ্গীর কাজীকে (৫৪) ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া আগামী দুদিনের মধ্যে কোল্ড স্টোর খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদারীপুর শহরে কোল্ড স্টোরেজে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখেছে। ওই দুই ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে লাভবান হওয়ার জন্য এই কাজ করেছে। অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়।’
তিনি বলেন, গত মার্চ মাস থেকে কোল্ড স্টোরে ৬ লাখ ৪২ হাজার ডিম মজুত করে রাখা হয়েছে। সেই ডিম এখন অধিক লাভে অতিরিক্ত মুনাফায় ধীরে ধীরে বিক্রি করছে। যা আইনের বিরোধী। বাজারে ডিমের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই সতর্কতামূলক শর্তসাপেক্ষে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে জরিমানা ও দুদিনের মধ্যে সব ডিম বাজারে বিক্রি করার জন্য বলা হয়েছে। তা না হলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।
নিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৩ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
১১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ প্রাণ হারিয়েছেন মোট আটজন। নিহতরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা।
১৪ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
১৮ মিনিট আগে