Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস বিএনপি নেতা এ্যানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৫: ৫২
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যানির আইনজীবী মহি উদ্দিন চৌধুরী। তিনি জানান, গত ১৬ জুলাই এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে রায়ের জন্য ২৩ জুলাই দিন ধার্য করেন বিচারক। আজ অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দিয়েছেন আদালত। আইনজীবী আরও বলেন, ‘এটি ছিল মিথ্যা এবং হয়রানিমূলক মামলা।’

মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ অক্টোবর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া, দুদকের অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দাবি করা হয়।

পরে ২০১৬ সালের ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় এ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আবেদনে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি কেন মামলাটি বাতিল করা হবে না, তা জানতে রুল জারি করেন। পরে ২০১৯ সালের ১৪ মে বিচারিক আদালতে চলা মামলাটির ওপর স্থগিতাদেশ তুলে নিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে বিচারিক আদালতে ১২ সাক্ষীর মধ্যে নয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

খালাস পাওয়ার পর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, তিনি ন্যায়বিচার পেয়েছেন। তিনি আরও বলেন, ‘যে আন্দোলনের মধ্যে আমরা বিজয় অর্জন করেছি, সেই আন্দোলনকারীদের মধ্যে যেন কোনো বিচ্যুতি না ঘটে। আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত