Ajker Patrika

রাজধানীর শ্যামপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৫৫
রাজধানীর শ্যামপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

রাজধানীর শ্যামপুরের দোলাইরপাড়ে একটি মাঠে ছুরিকাঘাতে নয়ন ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে পোস্তগোলা এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। 

আজ রোববার বেলা আড়াইটার দিকে রাজধানীর শ্যামপুরের দোলাইরপাড় বস্তিভিটা বালুর মাঠে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে তার দুই বন্ধু ও পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

নিহত নয়ন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে নয়ন ছিল বড়। বর্তমানে পরিবারের সঙ্গে ধোলাইরপাড় মুন্সিবাড়ীর পাইপরাস্তা এলাকায় একটি বাসায় ভাড়া থাকত। 

হাসপাতালে নিয়ে আসা সিরাজুল ইসলাম হাসিব বলেন, ‘বেলা আড়াইটার দিকে দোলাইরপাড় বস্তিভিটা বালুর মাঠে নয়নকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে স্থানীয় ডেলটা কেয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে তার মৃত্যু হয়।’ 

কে বা কারা কী কারণে নয়নকে ছুরিকাঘাত করেছে, তা জানাতে পারেনি হাসপাতালে নিয়ে আসা নিহত নয়নের স্বজনেরা। 

নিহত নয়নের বাবা কামরুল ইসলাম বলেন, ‘নয়ন পোস্তগোলা আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। সে আজকে স্কুলে যায়নি। তার বন্ধুদের মাধ্যমে সংবাদ পাই, বালুর মাঠে কে বা কারা নয়নকে ছুরি মেরেছে। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’ 

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘একটা হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানার চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

চট্টগ্রামে ওসি ও যুবদলের নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ