Ajker Patrika

হজে যাওয়ার সময় আ.লীগ নেতা মাসুম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁ আ.লীগ নেতা মাসুম বিমানবন্দর থেকে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
সোনারগাঁ আ.লীগ নেতা মাসুম বিমানবন্দর থেকে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

হজে যাওয়ার সময় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সহযোগী বলে জানা গেছে।

মাসুদুর রহমান সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

জানা যায়, মাসুদুর রহমান মাসুম গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। আজ সকালে বিমানের হজ ফ্লাইটে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে রাখা হয়। সেখান থেকে সোনারগাঁ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনাঘাট এলাকায় বিভিন্ন কোম্পানির ব্যবসা–বাণিজ্যের নিয়ন্ত্রণসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে কাঁচপুরে নিহতের ঘটনায় সোনারগাঁ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত