Ajker Patrika

শর্ত পূরণ করেও পদোন্নতি পাননি শিক্ষা ক্যাডারের ২৬০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩৬
শর্ত পূরণ করেও পদোন্নতি পাননি শিক্ষা ক্যাডারের ২৬০ কর্মকর্তা

পদোন্নতির সব শর্ত পূরণ করেও শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের ২৬০ কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। এসব কর্মকর্তা দীর্ঘদিন ধরে সহযোগী অধ্যাপক পদে কর্মরত। পদোন্নতি না পাওয়ায় তাঁরা পারিবারিক ও সামাজিকভাবে হতাশাগ্রস্ত। এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। 

গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপি থেকে এসব তথ্য জানা যায়। 

স্মারকলিপিতে বলা হয়, অধ্যাপক পদটি চতুর্থ গ্রেডের। পদোন্নতিবঞ্চিত ১৬তম ব্যাচের কর্মকর্তারা প্রায় সবাই বেশ কয়েক বছর ধরেই চতুর্থ গ্রেডে বেতন-ভাতা পেয়ে আসছেন। তাই পদোন্নতি দেওয়া হলে সরকারের কোনোরূপ অতিরিক্ত আর্থিক ব্যয় হবে না। 

এতে আরও বলা হয়, পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের জুনিয়র ব্যাচের (১৭ ও ১৮ ব্যাচ) অধ্যাপকের অধীনে দায়িত্ব পালন করতে হচ্ছে। পদোন্নতিযোগ্য কর্মকর্তারা পদোন্নতির পরও মূলত শ্রেণিশিক্ষকতার দায়িত্ব পালন করবেন, সেহেতু কর্মকর্তাদে পদোন্নতির পর স্বপদে ইন-সিটু রাখলেও তাঁদের কার্যক্রমে কোনো মৌলিক পরিবর্তন ঘটবে না। নতুন জাতীয়করণকৃত কলেজসমূহে প্রশাসনিক পদের সংকট পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দের মাধ্যমে দূরীভূত করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয় স্মারকলিপিতে। 

স্মারকলিপিতে আরও বলা হয়, ১৬তম ব্যাচের কর্মকর্তাদের চাকরি ২৯ বছর চলমান এবং এরই মধ্যে ৯০ জন সহযোগী অধ্যাপক পদে থেকে অবসরে গেছেন এবং প্রতিদিনই এক-দুজন অবসরে যাচ্ছেন, যা শিক্ষা ক্যাডারে নজিরবিহীন। আগামী ২০২৫ সালের মধ্যে ১৬তম ব্যাচের অবশিষ্ট ৯০ শতাংশ কর্মকর্তা সহযোগী অধ্যাপক পদ থেকে অবসরে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত