সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে কয়েক দিন ধরে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার হচ্ছে শত শত যাত্রী ও পথচারী। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, পারাপারের জন্য বিভাজকের একটি অংশ খোলা থাকলেও কয়েক দিন ধরে এটি বন্ধ করে রেখেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দূরপাল্লার যানবাহনগুলো সড়কের মধ্যে যাত্রী নামিয়ে দেয়। ফলে নিরুপায় হয়ে বিভাজক অতিক্রম করছে তারা।
গতকাল রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সওজ কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্রই দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দূরপাল্লার যানবাহনগুলোর সরাসরি ঢাকায় যাওয়া নিশ্চিত করতে কয়েক মাস আগে চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েত প্লাজা এলাকা পর্যন্ত বিভাজক দিয়ে দুই লেন করা হয়। সেই সঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এত দিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে কিছুটা স্থান ফাঁকা রাখা ছিল; সেখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিত। কিন্তু প্রায় ১০ দিন ধরে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো এখনো সেই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে।
আলেয়া নামের আরেক যাত্রী বলেন, ‘এত উঁচু ডিভাইডার পার হওয়া আমাদের জন্য অনেক কষ্টের।’
সাত্তার নামের এক বাসচালক বলেন, ‘আমরা তো আগে থেকেই এই লেনে চলাচল করে আসছি। সব সময় যাত্রীদের ডিভাইডারের গেটের সামনে নামিয়ে দিই।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, ‘এভাবে পারাপারের ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এরই মধ্যে বিষয়টি সওজকে জানিয়েছি।’
জানতে চাইলে সওজ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, মূলত বিভাজকের মধ্যে ফাঁকা স্থান রাখা হয়েছিল গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলের জন্য। কিন্তু পরে সেখানে বিভিন্ন দূরপাল্লার যানবাহনের যাত্রী নামানোর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই স্থানটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিমরাইল মোড়ের পুরো অংশটি বন্ধ করে দেওয়া হবে, যেন সড়কের মধ্যে বাসচালকেরা যাত্রী নামাতে না পারেন। আর যাত্রী ওঠা-নামা করার জন্য ‘দুই লেনের’ সার্ভিস লেন করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে কয়েক দিন ধরে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার হচ্ছে শত শত যাত্রী ও পথচারী। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, পারাপারের জন্য বিভাজকের একটি অংশ খোলা থাকলেও কয়েক দিন ধরে এটি বন্ধ করে রেখেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দূরপাল্লার যানবাহনগুলো সড়কের মধ্যে যাত্রী নামিয়ে দেয়। ফলে নিরুপায় হয়ে বিভাজক অতিক্রম করছে তারা।
গতকাল রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সওজ কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্রই দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দূরপাল্লার যানবাহনগুলোর সরাসরি ঢাকায় যাওয়া নিশ্চিত করতে কয়েক মাস আগে চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েত প্লাজা এলাকা পর্যন্ত বিভাজক দিয়ে দুই লেন করা হয়। সেই সঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এত দিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে কিছুটা স্থান ফাঁকা রাখা ছিল; সেখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিত। কিন্তু প্রায় ১০ দিন ধরে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো এখনো সেই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে।
আলেয়া নামের আরেক যাত্রী বলেন, ‘এত উঁচু ডিভাইডার পার হওয়া আমাদের জন্য অনেক কষ্টের।’
সাত্তার নামের এক বাসচালক বলেন, ‘আমরা তো আগে থেকেই এই লেনে চলাচল করে আসছি। সব সময় যাত্রীদের ডিভাইডারের গেটের সামনে নামিয়ে দিই।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, ‘এভাবে পারাপারের ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এরই মধ্যে বিষয়টি সওজকে জানিয়েছি।’
জানতে চাইলে সওজ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, মূলত বিভাজকের মধ্যে ফাঁকা স্থান রাখা হয়েছিল গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলের জন্য। কিন্তু পরে সেখানে বিভিন্ন দূরপাল্লার যানবাহনের যাত্রী নামানোর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই স্থানটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিমরাইল মোড়ের পুরো অংশটি বন্ধ করে দেওয়া হবে, যেন সড়কের মধ্যে বাসচালকেরা যাত্রী নামাতে না পারেন। আর যাত্রী ওঠা-নামা করার জন্য ‘দুই লেনের’ সার্ভিস লেন করা হয়েছে।
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে