Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি বন্ধের আইন কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি বন্ধের আইন কার্যকরের দাবি

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধের আইন কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশের তামাক বিরোধী জোট। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তাঁরা। 

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের উপদেষ্টা আবু নাসের খান বলেন, অনেকে সিগারেটের ভেতর অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রয় করছেন। তবে সবাই সিগারেটের ভেতর অন্যান্য তামাক দিয়ে সেগুলো স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে তুলে দেয় না। কিন্তু অনেকেই এটা করে। 

পবা চেয়ারম্যান বলেন, ওষুধ কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে বড় মুনাফা অর্জনকারী কোম্পানি। এদের সঙ্গে তামাক কোম্পানিগুলো যুক্ত হয়েছে। তাই তারা চাইছে না তামাকজাত দ্রব্য বন্ধ হোক। 

তামাক বিরোধী জোটের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীতিনির্ধারকদের বিভিন্নভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে তামাক বিক্রেতা কোম্পানিগুলো। তামাক নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টাকে নস্যাৎ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। তাদের এই পদক্ষেপগুলোকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেন আলোচকেরা। 

এ সময় উপস্থিত ছিল মাদক বিরোধী সংগঠন প্রত্যাশা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও এইড ফাউন্ডেশনের প্রতিনিধিরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত