নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে কাজ করার জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাংগঠনিক টিম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদন নিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে টিমের প্রধান করা হয়েছে।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে। তবে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। একই সঙ্গে মা জায়েদা খাতুনের জন্যও মনোনয়ন কিনেছেন তিনি।
অন্যদিকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন মণ্ডলও।
বিএনপিবিহীন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে ২০১৩ সালের মতো আবারও পরাজয়ের শঙ্কায় আছেন আজমত উল্লা খান। ওই নির্বাচনেও বিদ্রোহী ছিলেন জাহাঙ্গীর আলম। যদিও ভোটের আগে অশ্রুসিক্ত নয়নে আজমত উল্লাকে সমর্থন দিয়ে সরে যান জাহাঙ্গীর। যদিও ভোটে তা নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। আগামী ৮ মে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত জাহাঙ্গীর নিজের অবস্থানে অনড় আছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, ‘বিএনপিবিহীন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক তা আমরা চাই। কিন্তু আমাদের দলের কেউ নৌকাকে চ্যালেঞ্জ জানিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করুক, সেটা চাই না। আমরা চেষ্টা করব জাহাঙ্গীরকে বুঝিয়ে-শুনিয়ে নৌকার পক্ষে কাজ করানোর জন্য। যদি সেটা করে তাহলে পূর্ণাঙ্গ কমিটিতে তাকে মূল্যায়ন করা হবে। না হয় দল কঠোর অবস্থানে যাবে। দলের চেয়ে কেউ কখনো বড় না।’
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ঢাকার পাশে হওয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আওয়ামী লীগ। এ কারণে কেন্দ্রীয় নেতারা যাতে নিয়মিত প্রচার-প্রচারণায় অংশ নেয়, সেই চিন্তা তারা করছে। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে যাঁরা এমপি কিংবা মন্ত্রী নন, তাঁরা নিয়মিত প্রচারণায় যাবেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া টিমের প্রধান হলেও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ ছাড়া ওই কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এই টিমের ২৫ জন সদস্য হলেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি, সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম কামাল হোসেন, নজিবুল্লাহ হিরু, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, দেলোয়ার হোসেন, মৃণাল কান্তি দাস, জাহানারা বেগম, শামসুন নাহার, সিদ্দিকুর রহমান, বিপ্লব বড়ুয়া, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সাঈদ খোকন, রেমন্ড আরেং ও নির্মল কুমার চ্যাটার্জি।
শুধু গাজীপুর নয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের জন্য আলাদা টিম করবে আওয়ামী লীগে। সেখানে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা সমন্বয়কের দায়িত্ব পালন করার পাশাপাশি সভাপতিমণ্ডলীর সদস্যদের টিম প্রধানের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও আলাদা আলাদা টিম করবে বলে জানা গেছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে কাজ করার জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাংগঠনিক টিম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদন নিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে টিমের প্রধান করা হয়েছে।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে। তবে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। একই সঙ্গে মা জায়েদা খাতুনের জন্যও মনোনয়ন কিনেছেন তিনি।
অন্যদিকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন মণ্ডলও।
বিএনপিবিহীন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে ২০১৩ সালের মতো আবারও পরাজয়ের শঙ্কায় আছেন আজমত উল্লা খান। ওই নির্বাচনেও বিদ্রোহী ছিলেন জাহাঙ্গীর আলম। যদিও ভোটের আগে অশ্রুসিক্ত নয়নে আজমত উল্লাকে সমর্থন দিয়ে সরে যান জাহাঙ্গীর। যদিও ভোটে তা নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। আগামী ৮ মে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত জাহাঙ্গীর নিজের অবস্থানে অনড় আছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, ‘বিএনপিবিহীন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক তা আমরা চাই। কিন্তু আমাদের দলের কেউ নৌকাকে চ্যালেঞ্জ জানিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করুক, সেটা চাই না। আমরা চেষ্টা করব জাহাঙ্গীরকে বুঝিয়ে-শুনিয়ে নৌকার পক্ষে কাজ করানোর জন্য। যদি সেটা করে তাহলে পূর্ণাঙ্গ কমিটিতে তাকে মূল্যায়ন করা হবে। না হয় দল কঠোর অবস্থানে যাবে। দলের চেয়ে কেউ কখনো বড় না।’
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ঢাকার পাশে হওয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আওয়ামী লীগ। এ কারণে কেন্দ্রীয় নেতারা যাতে নিয়মিত প্রচার-প্রচারণায় অংশ নেয়, সেই চিন্তা তারা করছে। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে যাঁরা এমপি কিংবা মন্ত্রী নন, তাঁরা নিয়মিত প্রচারণায় যাবেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া টিমের প্রধান হলেও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ ছাড়া ওই কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এই টিমের ২৫ জন সদস্য হলেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি, সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম কামাল হোসেন, নজিবুল্লাহ হিরু, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, দেলোয়ার হোসেন, মৃণাল কান্তি দাস, জাহানারা বেগম, শামসুন নাহার, সিদ্দিকুর রহমান, বিপ্লব বড়ুয়া, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সাঈদ খোকন, রেমন্ড আরেং ও নির্মল কুমার চ্যাটার্জি।
শুধু গাজীপুর নয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের জন্য আলাদা টিম করবে আওয়ামী লীগে। সেখানে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা সমন্বয়কের দায়িত্ব পালন করার পাশাপাশি সভাপতিমণ্ডলীর সদস্যদের টিম প্রধানের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও আলাদা আলাদা টিম করবে বলে জানা গেছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে