সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমডি জাহিদ-৩ এর ধাক্কায় সাড়ে ৭ হাজার সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌযানটি মাস্টার, সুকানিসহ পাঁচজনই অক্ষত রয়েছেন।
প্রথমে তিনজন সাঁতরে তীরে উঠলেও প্রাথমিক অবস্থায় নিখোঁজ থাকে অপর দুজন। তবে পরবর্তীতে নিখোঁজ দুজন সাঁতরে অপর আরেকটি নৌযানে করে রাজধানী ঢাকায় পৌঁছায় এবং অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে নৌপুলিশ। এদিকে বাল্কহেড ডুবির ঘটনার পর নৌযান ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ডুবে যাওয়া নৌযানের প্রত্যক্ষদর্শী ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি। নৌযানটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে বাল্কহেডে থাকা পাঁচজনের মধ্যে লস্কর জুয়েল রানা (৩৫) সহ মাস্টার সুফিয়ান (৩৬) ও বিল্লাল (৩০) এই তিনজন সাঁতরে অপর আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ থাকেন অপর দুজন সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। তাদের অনুসন্ধানে অভিযান চালায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে কয়েক ঘণ্টা অভিযানের চলাকালে নিখোঁজ দুজন অক্ষত অবস্থায় নিকট আত্মীয়র বাড়িতে পৌঁছানোর খবর আসে।
এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘বাল্কহেড ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমও আছে। কয়েক ঘন্টা অভিযান পরিচালনার মাঝে নিখোঁজ দুজন নিকট আত্মীয়র মাধ্যমে যোগাযোগ করে আমাদের সঙ্গে। তাঁরা নিশ্চিত করে অপর আরেকটি নৌযানে করে রাজধানী ঢাকায় পৌঁছেছেন। তাই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী লঞ্চটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তা আটক করা যায়নি।’
মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমডি জাহিদ-৩ এর ধাক্কায় সাড়ে ৭ হাজার সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌযানটি মাস্টার, সুকানিসহ পাঁচজনই অক্ষত রয়েছেন।
প্রথমে তিনজন সাঁতরে তীরে উঠলেও প্রাথমিক অবস্থায় নিখোঁজ থাকে অপর দুজন। তবে পরবর্তীতে নিখোঁজ দুজন সাঁতরে অপর আরেকটি নৌযানে করে রাজধানী ঢাকায় পৌঁছায় এবং অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে নৌপুলিশ। এদিকে বাল্কহেড ডুবির ঘটনার পর নৌযান ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ডুবে যাওয়া নৌযানের প্রত্যক্ষদর্শী ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি। নৌযানটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে বাল্কহেডে থাকা পাঁচজনের মধ্যে লস্কর জুয়েল রানা (৩৫) সহ মাস্টার সুফিয়ান (৩৬) ও বিল্লাল (৩০) এই তিনজন সাঁতরে অপর আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ থাকেন অপর দুজন সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। তাদের অনুসন্ধানে অভিযান চালায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে কয়েক ঘণ্টা অভিযানের চলাকালে নিখোঁজ দুজন অক্ষত অবস্থায় নিকট আত্মীয়র বাড়িতে পৌঁছানোর খবর আসে।
এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘বাল্কহেড ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমও আছে। কয়েক ঘন্টা অভিযান পরিচালনার মাঝে নিখোঁজ দুজন নিকট আত্মীয়র মাধ্যমে যোগাযোগ করে আমাদের সঙ্গে। তাঁরা নিশ্চিত করে অপর আরেকটি নৌযানে করে রাজধানী ঢাকায় পৌঁছেছেন। তাই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী লঞ্চটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তা আটক করা যায়নি।’
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
২৮ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
২৯ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
৪৩ মিনিট আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে