নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ প্রতিপাদ্য সংবলিত ব্যানার কালো কাপড়ে ‘ঢেকে ফেলতে বাধ্য করায়’ উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখা। আজ বুধবার রাতে সংগঠনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে ধীমান সাহা জুয়েল বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাম্প্রতিক সময়ে প্রশাসন অতি উৎসাহী আচরণ করছে। এরই অংশ হিসেবে শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ প্রতিপাদ্য সংবলিত ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে ফেলতে বাধ্য করা হয়েছে। আমরা মনে করি, একটি সাংস্কৃতিক সংগঠনের মত প্রকাশে অন্তরায় হয়েছে প্রশাসন। গণতান্ত্রিক রাষ্ট্রে এই আচরণ কোনভাবেই কাম্য নয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ উদ্বিগ্ন এবং বিষ্মিত। আমরা আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি থেকে পুলিশ প্রশাসন বিরত থাকবে এবং নাগরিকের মত প্রকাশসহ সব অধিকার বাস্তবায়নে সহায়তা করবে।’
উল্লেখ্য, গত একুশে ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জেলা সাংস্কৃতিক জোট। ব্যানারের স্লোগানে থাকা’ একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ এর কারণে আপত্তি জানায় প্রশাসন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা মিনারে উপস্থিত হয়ে ব্যানার খুলে নিতে বলে। পরে স্লোগানের ওপর কাপড় দিয়ে ঢেকে কর্মসূচী পালন করে সাংস্কৃতিক জোট।
কর্মসূচী চলাকালে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জোটের নেতারা। এক পর্যায়ে অনুষ্ঠানে অংশ নেওয়া কবিরা মুখে কালো কাপড় বেঁধে কবিতা পাঠ করেন। দীর্ঘদিন ধরে কর্মসূচী চালিয়ে আসা সাংস্কৃতিক জোটের কার্যক্রমে এমন হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন সাংস্কৃতিক নেতারা।
নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ প্রতিপাদ্য সংবলিত ব্যানার কালো কাপড়ে ‘ঢেকে ফেলতে বাধ্য করায়’ উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখা। আজ বুধবার রাতে সংগঠনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে ধীমান সাহা জুয়েল বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাম্প্রতিক সময়ে প্রশাসন অতি উৎসাহী আচরণ করছে। এরই অংশ হিসেবে শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ প্রতিপাদ্য সংবলিত ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে ফেলতে বাধ্য করা হয়েছে। আমরা মনে করি, একটি সাংস্কৃতিক সংগঠনের মত প্রকাশে অন্তরায় হয়েছে প্রশাসন। গণতান্ত্রিক রাষ্ট্রে এই আচরণ কোনভাবেই কাম্য নয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ উদ্বিগ্ন এবং বিষ্মিত। আমরা আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি থেকে পুলিশ প্রশাসন বিরত থাকবে এবং নাগরিকের মত প্রকাশসহ সব অধিকার বাস্তবায়নে সহায়তা করবে।’
উল্লেখ্য, গত একুশে ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জেলা সাংস্কৃতিক জোট। ব্যানারের স্লোগানে থাকা’ একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ এর কারণে আপত্তি জানায় প্রশাসন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা মিনারে উপস্থিত হয়ে ব্যানার খুলে নিতে বলে। পরে স্লোগানের ওপর কাপড় দিয়ে ঢেকে কর্মসূচী পালন করে সাংস্কৃতিক জোট।
কর্মসূচী চলাকালে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জোটের নেতারা। এক পর্যায়ে অনুষ্ঠানে অংশ নেওয়া কবিরা মুখে কালো কাপড় বেঁধে কবিতা পাঠ করেন। দীর্ঘদিন ধরে কর্মসূচী চালিয়ে আসা সাংস্কৃতিক জোটের কার্যক্রমে এমন হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন সাংস্কৃতিক নেতারা।
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করে। এ সময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
৯ মিনিট আগেআজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে...
৩০ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
২ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে