উত্তরা (ঢাকা), প্রতিনিধি
উত্তরার তুরাগ নদীর খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদার টুটুল সরকারকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুরের আইচি বোটঘাট থেকে তাঁকে আটক করা হয়।
আজ রোববার (২৭ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আইচি বোটঘাট থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অবৈধ ইজারা দখলকারী টুটুল সরকারকে আটক করা হয়েছে।
ওই সেনা কর্মকর্তা বলেন, টুটুল সরকার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আইচি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। এ ছাড়া সে নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করে আসছিল। তাঁর বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
সেনাবাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে টুটুল সরকারকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খেয়াঘাটের মাঝি ও পারাপাররত যাত্রীদের অভিযোগ, পূর্বে আইচি খেয়াঘাটের ইজারা নেওয়া হয়েছিল ১৭ লাখ। আর সেটা টুটুল সরকার নিয়েছে ৩৯ লাখ টাকা। নদী পারারের জন্য সরকার নির্ধারিত ফি ২টা টাকা হলেও আদায় করত ১০ টাকা। আর পূর্বে ৬০ জন মাঝিকে বিতাড়িত করে দেয় টুটুল সরকার। আগে নৌকা প্রতি জিপি (চাঁদা) ছিল ১২০ টাকা, এখন সেটা ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যা মাঝি ও যাত্রীদের প্রতি জুলুম হয়ে যাচ্ছে। টুটুল সরকারের এত ক্ষমতার উৎসই ছিল তার চাচা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন।
অপরদিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী টুটুল সরকারকে আমাদের থানায় নিয়ে আসছিল। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ এসে তাকে নিয়ে গেছে।’
উত্তরার তুরাগ নদীর খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদার টুটুল সরকারকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুরের আইচি বোটঘাট থেকে তাঁকে আটক করা হয়।
আজ রোববার (২৭ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আইচি বোটঘাট থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অবৈধ ইজারা দখলকারী টুটুল সরকারকে আটক করা হয়েছে।
ওই সেনা কর্মকর্তা বলেন, টুটুল সরকার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আইচি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। এ ছাড়া সে নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করে আসছিল। তাঁর বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
সেনাবাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে টুটুল সরকারকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খেয়াঘাটের মাঝি ও পারাপাররত যাত্রীদের অভিযোগ, পূর্বে আইচি খেয়াঘাটের ইজারা নেওয়া হয়েছিল ১৭ লাখ। আর সেটা টুটুল সরকার নিয়েছে ৩৯ লাখ টাকা। নদী পারারের জন্য সরকার নির্ধারিত ফি ২টা টাকা হলেও আদায় করত ১০ টাকা। আর পূর্বে ৬০ জন মাঝিকে বিতাড়িত করে দেয় টুটুল সরকার। আগে নৌকা প্রতি জিপি (চাঁদা) ছিল ১২০ টাকা, এখন সেটা ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যা মাঝি ও যাত্রীদের প্রতি জুলুম হয়ে যাচ্ছে। টুটুল সরকারের এত ক্ষমতার উৎসই ছিল তার চাচা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন।
অপরদিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী টুটুল সরকারকে আমাদের থানায় নিয়ে আসছিল। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ এসে তাকে নিয়ে গেছে।’
বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, গাছের গুড়ি ফেলে অবরোধ করেছেন হরতাল সমর্থনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন...
২৯ মিনিট আগেসুনামগঞ্জে রোপা আমন ধান লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের বীজতলা প্রস্তুত এবং রোপণে কৃষকদের তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। নেই কোন রোগ-বালাইয়ের আক্রমণ। মাত্রাতিরিক্ত বৃষ্টি বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ভালো ফলনের আশা করছেন স্থানীয় কৃষক এবং কৃষি অধিদপ্তর।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, বাড়ির পাশে বিক্রির জন্য গ্যাস সিলিন্ডারগুলো রাখা ছিল। এগুলো মূলত গৃহস্থালি ও থ্রি-হুইলার চালকদের কাছে বিক্রি করা হতো। বুধবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগেঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া গ্রামের রামদাড়া নদীর ওপর নির্মিত প্রায় চার দশকের পুরোনো একটি সেতু এখন এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সেতুটি নড়বড়ে হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ।
২ ঘণ্টা আগে