Ajker Patrika

অভিমানী মেয়েকে বাবা-মার কাছে ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিমানী মেয়েকে বাবা-মার কাছে ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

তখনও ভোরের আলো ফোটেনি। বাবা-মার ওপর অভিমান করে ছোট্ট মেয়েটি বাসা থেকে পালিয়ে আসে চন্দ্রা মোড় থেকে সোজা মহাখালী বাস টার্মিনাল। এর আগে কখনো সে ঢাকা আসেনি। ফলে বাস থেকে নেমেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে মহাখালী ট্রাফিক জোনের পুলিশ কর্মকর্তারা তাকে হেফাজত নেয়।

মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ বলেন, ‘রোববার সকালের দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে মেয়েটিকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে উপস্থিত লোকজন মেয়েটিকে বাসে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় একজন পথচারী দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টকে জানান। তখন মেয়েটিকে মহাখালী ট্রাফিক জোন অফিসে নিয়ে আসা হয়।’

মেয়েটি পুলিশকে জানায়, তার নাম সানজিদা আক্তার রিমি। বয়স ১৩ বছর। বাড়ি গাজীপুরে কালিয়াকৈরে। পুলিশের সদস্যরা বলেন, তার বাবা-মার মোবাইল নম্বর সংগ্রহ করে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। বাবা-মা ঢাকায় পৌঁছানোর পর মহাখালী ট্রাফিক অফিসে আসেন। মেয়েকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, বাবা-মা এবং সন্তানের মাঝে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে তাঁদের কাউন্সেলিং করা হয়েছে। বাবা লিখিত মুচলেকা দিয়ে মেয়েটিকে নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত