কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানচলাচল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঈদকে কেন্দ্র করে এখনো যানজটের সৃষ্টি হয়নি এ মহাসড়কে। আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে কোথাও যানবাহনের জট দেখা যায়নি। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
জানা গেছে, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ২ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ শ্রমিক। এদের মধ্যে প্রায় সবাই ঈদের ছুটিতে বাড়ি যাবেন। গাজীপুর এবং সাভার এলাকায় অবস্থিত পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহনের চাপ তখন কয়েকগুণ বাড়তে পারে। ওই সময়ে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা।
সরেজমিনে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় যাত্রীদের চাপ দেখা যায়। তবে মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানচলাচল। পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, পরিবহনগুলোতে নেওয়া হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া।
গার্মেন্টস কর্মী সোহেল রানা বলেন, ‘গার্মেন্টস ছুটি হয়েছে তাই আজ স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছি। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তবে খুশি লাগছে অন্য সময়ের তুলনায় রাস্তায় যানজটের পরিমাণ খুবই কম।’
সুরুজ মিয়া নামে আরেক শ্রমিক বলেন, ‘সবার সঙ্গে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। রংপুরের ভাড়া লোকাল বাসে ১০০০ টাকা চাচ্ছে। আর ছাদে ৪০০ থেকে ৫০০ টাকা। যার থেকে যেমন নিতে পারে।’
এস আর পরিবহনের চালক শফিক হোসেন বলেন, ‘যাত্রীর চাপ অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি। ধারণা করছি, ঈদ যত ঘনিয়ে আসবে যাত্রী তত বৃদ্ধি পাবে।’
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় যেন ভোগান্তি না হয় সে জন্য অতিরিক্ত ২০০ জন অফিসার চন্দ্রা মোড়ে কাজ করবেন।’
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানচলাচল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঈদকে কেন্দ্র করে এখনো যানজটের সৃষ্টি হয়নি এ মহাসড়কে। আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে কোথাও যানবাহনের জট দেখা যায়নি। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
জানা গেছে, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ২ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ শ্রমিক। এদের মধ্যে প্রায় সবাই ঈদের ছুটিতে বাড়ি যাবেন। গাজীপুর এবং সাভার এলাকায় অবস্থিত পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহনের চাপ তখন কয়েকগুণ বাড়তে পারে। ওই সময়ে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা।
সরেজমিনে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় যাত্রীদের চাপ দেখা যায়। তবে মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানচলাচল। পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, পরিবহনগুলোতে নেওয়া হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া।
গার্মেন্টস কর্মী সোহেল রানা বলেন, ‘গার্মেন্টস ছুটি হয়েছে তাই আজ স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছি। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তবে খুশি লাগছে অন্য সময়ের তুলনায় রাস্তায় যানজটের পরিমাণ খুবই কম।’
সুরুজ মিয়া নামে আরেক শ্রমিক বলেন, ‘সবার সঙ্গে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। রংপুরের ভাড়া লোকাল বাসে ১০০০ টাকা চাচ্ছে। আর ছাদে ৪০০ থেকে ৫০০ টাকা। যার থেকে যেমন নিতে পারে।’
এস আর পরিবহনের চালক শফিক হোসেন বলেন, ‘যাত্রীর চাপ অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি। ধারণা করছি, ঈদ যত ঘনিয়ে আসবে যাত্রী তত বৃদ্ধি পাবে।’
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় যেন ভোগান্তি না হয় সে জন্য অতিরিক্ত ২০০ জন অফিসার চন্দ্রা মোড়ে কাজ করবেন।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে