Ajker Patrika

আনিস ভাইয়ের স্বপ্নের ঢাকা গড়তে আমরা কাজ করছি: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৭: ৩০
আনিস ভাইয়ের স্বপ্নের ঢাকা গড়তে আমরা কাজ করছি: মেয়র আতিক

‘প্রয়াত মেয়র আনিসুল হক একজন চমৎকার মানুষ ছিলেন। তিনি সুন্দরভাবে ঢাকার শহরকে সাজাতে চেয়েছিলেন। আনিস ভাইয়ের স্বপ্নের ঢাকা গড়তে আমরা কাজ করছি।’ 

আজ মঙ্গলবার ঢাকা সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে জিয়ারত করতে গিয়ে এসব কথা বলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। 

মেয়র বলেন, ‘আনিসুল হক ভাইয়ের সঙ্গে তিন যুগের সম্পর্ক। যখন থেকে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করি। সম্পর্কে কখনো ফাটল ধরেনি। তিনি অট্টহাসি দিয়ে কাছে টেনে নিতেন। তিনি সফল মানুষ ছিলেন ব্যবসা, রাজনীতি, উপস্থাপনা সব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।’ 

আতিকুল ইসলাম বলেন, ‘আনিস ভাইকে এখনো যেন আমি জীবন্ত দেখছি। আনিস ভাইয়ের অনেক ইচ্ছে ছিল ঢাকাকে সুন্দরভাবে সাজানোর বিষয়ে। তিনি অনেক সময় আলোচনা করতেন কীভাবে শহরের মাঠ, পার্ক উন্নত করা যায়। ট্রাফিক ব্যবস্থা আরও কীভাবে ভালো করা যায়, খালগুলোকে দখলমুক্ত করে কীভাবে সজ্জিত করা যায়। আনিস ভাইয়ের স্বপ্নের অনেক কাজ আমরা শেষ করেছি। আমরা চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত