সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল ৯টা পর্যন্ত। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন ট্যাটাবিদ্ধ হন। সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য আলেক চান সজীব আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে ঘটনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে দৈনিক মানবকণ্ঠের সিরাজদিখান প্রতিনিধি সাংবাদিক সালাহউদ্দিন সালমান সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গেলে সিরাজদীখান থানার পুলিশের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এসব বিষয়ে বলেন, ফসলি জমির মাটি কাটার টাকা ভাগ-বাঁটোয়ারা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ট্যাটাবিদ্ধ আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।’
সাংবাদিকের ওপর হামলার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু (৬০) এবং একই এলাকার কালাইচান মাতব্বরের (৫৫) সমর্থকদের মধ্যে ফসলি জমির মাটি কাটার টাকার ভাগ-বাঁটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকাল ৬টায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ২১ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, ওই সংঘর্ষেও কয়েকজন ট্যাটাবিদ্ধ হন।
বালুচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আওলাদ হোসেন বলেন, ‘আমাদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সজীব সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন। বর্তমান স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। বেশ কয়েকজন ট্যাটাবিদ্ধ হয়েছে বলে আমি শুনেছি।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল ৯টা পর্যন্ত। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন ট্যাটাবিদ্ধ হন। সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য আলেক চান সজীব আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে ঘটনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে দৈনিক মানবকণ্ঠের সিরাজদিখান প্রতিনিধি সাংবাদিক সালাহউদ্দিন সালমান সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গেলে সিরাজদীখান থানার পুলিশের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এসব বিষয়ে বলেন, ফসলি জমির মাটি কাটার টাকা ভাগ-বাঁটোয়ারা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ট্যাটাবিদ্ধ আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।’
সাংবাদিকের ওপর হামলার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু (৬০) এবং একই এলাকার কালাইচান মাতব্বরের (৫৫) সমর্থকদের মধ্যে ফসলি জমির মাটি কাটার টাকার ভাগ-বাঁটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকাল ৬টায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ২১ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, ওই সংঘর্ষেও কয়েকজন ট্যাটাবিদ্ধ হন।
বালুচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আওলাদ হোসেন বলেন, ‘আমাদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সজীব সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন। বর্তমান স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। বেশ কয়েকজন ট্যাটাবিদ্ধ হয়েছে বলে আমি শুনেছি।’
চলতি মাসের ১ তারিখে ওই বাসায় ভাড়া উঠেছিলেন ফাতেমা। গতকাল রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে এনেছিলেন। রাতে যখন তাঁরা সবাই ঘুমিয়েছিলেন, সে সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয় এবং এতে তিনজনের শরীরে আগুন ধরে যায়।
৯ মিনিট আগেকাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তান আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে এই দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম খলিল রামগড় পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপিসহ
২৪ মিনিট আগেখুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনা সদস্যদের যৌথ দল। এ সময় তাঁদের কাছ থেকে গান পাউডার ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। কলা তুহিনের সঙ্গে
১ ঘণ্টা আগেভোলা জেলা প্রাণিসম্পদ বিভাগে অর্ধেকের বেশি পদ শূন্য পড়ে আছে। জনবলসংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারি ও পশু পালনকারীরা। পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধও। অচলাবস্থা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় চিঠি দিয়েও কোনো কাজ হচ্ছে না।
৩ ঘণ্টা আগে