গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া–চর কিশোরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ৬ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে মেঘনায় ট্রলারটি ডুবে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, ‘জরুরি সেবার নম্বর ৯৯৯–এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, ট্রলারে ১১ জন আরোহী ছিলেন। এর মধ্যে পাঁচজন জীবিত উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছেন ছয়জন।’
নিখোঁজদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন— সুমনা আক্তার (২৫) জান্নাতুল মাওয়া (৬) সাফা (৪) মারওয়া (৮) রিমাদ (২) সাব্বির হোসাইন (৪০)।
বেঁচে ফেরা যাত্রী রিয়াদ জানান, বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়–স্বজনজন মিলে মুন্সিগঞ্জ–নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তাঁরা। ভ্রমণ শেষে সন্ধ্যায় ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাঁদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ রয়েছে ছয়জন। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের।
ফায়ার সার্ভিস ও নৌ–পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, ‘নিখোঁজদের মধ্যে চারটি শিশু ও দুজন নারী রয়েছেন। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় নদীতে অভিযান চালানো যাচ্ছে না। সকাল হলে আমাদের অভিযান তৎপরতা চলবে।’
মুন্সিগঞ্জের গজারিয়া–চর কিশোরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ৬ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে মেঘনায় ট্রলারটি ডুবে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, ‘জরুরি সেবার নম্বর ৯৯৯–এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, ট্রলারে ১১ জন আরোহী ছিলেন। এর মধ্যে পাঁচজন জীবিত উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছেন ছয়জন।’
নিখোঁজদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন— সুমনা আক্তার (২৫) জান্নাতুল মাওয়া (৬) সাফা (৪) মারওয়া (৮) রিমাদ (২) সাব্বির হোসাইন (৪০)।
বেঁচে ফেরা যাত্রী রিয়াদ জানান, বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়–স্বজনজন মিলে মুন্সিগঞ্জ–নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তাঁরা। ভ্রমণ শেষে সন্ধ্যায় ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাঁদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ রয়েছে ছয়জন। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের।
ফায়ার সার্ভিস ও নৌ–পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, ‘নিখোঁজদের মধ্যে চারটি শিশু ও দুজন নারী রয়েছেন। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় নদীতে অভিযান চালানো যাচ্ছে না। সকাল হলে আমাদের অভিযান তৎপরতা চলবে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে