Ajker Patrika

এনবিআরে মতিউরের হারানো পদের দায়িত্বে সুরেশ চন্দ্র বিশ্বাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুন ২০২৪, ২০: ০৯
Thumbnail image

ছাগল-কাণ্ডে পদ হারানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের জায়গায় দায়িত্ব পেয়েছেন বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বিশ্বাস। তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে সুরেশ চন্দ্র বিশ্বাসকে এই দায়িত্ব দেওয়া হয়। আজ সোমবার এ তথ্য জানা যায়। 

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) নির্দেশনায় বলা হয়েছে, সুরেশ চন্দ্র বিশ্বাস কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে কর্মরত রয়েছেন। অতিরিক্ত হিসেবে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। আইআরডির উপসচিব মকিমা বেগমের সই করা ওই আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে এবং অবিলম্বে এটি কার্যকর হবে।

এর আগে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে আইআরডিতে সংযুক্ত করার পর দুই কার্যদিবসেও তিনি সেখানে সশরীরে উপস্থিত হননি। তবে চিঠি পাওয়ার পর তিনি লোক মারফত সেখানে নিজের যোগদান নিশ্চিত করেছেন বলে জানা গেছে। 

আইআরডি সূত্র আরও জানায়, সেখানে মতিউরের জন্য আলাদা কোনো কক্ষ নেই। বসার ব্যবস্থা নেই। এমনকি সেখানে কোনো চেয়ার-টেবিলও নেই।
 
এদিকে, বিতর্কিত সরকারি কর্মকর্তা মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরানোর নির্দেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ওই নির্দেশনাটি দ্রুত কার্যকর করতে সোনালী ব্যাংকের চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়েছে। আর মতিউরের ওই পদে নতুন করে পদায়ন করা হয়েছে। ওই পদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফ। তিনি আগামী তিন বছরের জন্য ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ–সংক্রান্ত আদেশে আরও বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে মোহাম্মদ আবু ইউসুফের পরিচালক হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানোর অনুরোধ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত