Ajker Patrika

রাজবাড়ীতে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২০: ৪৯
রাজবাড়ীতে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার 

রাজবাড়ীতে ফেরি বরকত থেকে পদ্মা নদীতে ঝাপিয়ে পড়া এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মায় এ দুর্ঘটনা ঘটে। 

ওই যুবকের নাম বাঁধন মোলা (২৮)। তিনি বরগুনা তালতলি উপজেলার মালেক মোল্লার ছেলে। 

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘সকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম। বাইরে বের হয়ে নদীতে তাকিয়ে দেখি একজন স্রোতে ভেসে যাচ্ছে। পাড়ে আসার চেষ্টা করলেও স্রোতের কারণে আসতে পারছে না। সে সময় একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসি। 

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল কবির জানান, দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত থেকে ৫ নম্বর ঘাট এলাকায় ওই যুবক নদীতে ঝাপিয়ে পরে। এ সময় স্থানীয় ট্রলার নিয়ে তাকে উদ্ধার করে তাদের কাছে সোপর্দ করে। কেন ওই যুবক নদীতে ঝাপ দিয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত