Ajker Patrika

মামাকে হত্যার দেড় মাস পর মামাতো ভাইদের হাতে যুবক খুন

নরসিংদী প্রতিনিধি
মামাকে হত্যার দেড় মাস পর মামাতো ভাইদের হাতে যুবক খুন

নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগার সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হানিফ মিয়া (৩৫)। তিনি পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

নিহতের মা সায়েরা বেগম ও তাঁর স্বজনরা জানান, আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে হানিফ কাউরিয়াপাড়ার ঈদগাঁর সামনে হেঁটে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তাঁর মামাতো ভাই নাঈম ও নাদিম প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে কোপানোর পর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। দেড় মাস আগে হানিফ তাঁর মামা মো. হাবিব উল্লাহকে পারিবারিক কলহের জেরে রড দিয়ে আঘাত করে হত্যা করে। বাবা হত্যার প্রতিশোধ নিতে হানিফকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, নিহতের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা আছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত