Ajker Patrika

ডাবের খোসায় মিলবে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৬: ০৩
ডাবের খোসায় মিলবে পুরস্কার

পরিত্যক্ত ডাবের খোসা সংগ্রহ করে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, চলমান মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে যারা ডাবের খোসা, টায়ার, রঙের কোটাসহ পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে দেবে তাদের পুরস্কৃত করা হবে। আজ শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।

ডিএনসিসির মেয়রের ঘোষণা অনুযায়ী, পুরস্কার দেওয়ার জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হবে বাজেট। পরিত্যক্ত জিনিস সংগ্রহকারীরা পাবেন নগদ অর্থ পুরস্কার। প্রতি ডাবের খোসার জন্য মিলবে পাঁচ টাকা, ভাঙা কমোটে ৫০ টাকা, টায়ারে ৫০ টাকা, রঙের ডিব্বা ১০ টাকা ও চিপসের প্যাকেটে ৫ টাকা করে। মেয়র আতিকের আহ্বান, ডাব বিক্রেতারা যেন ডাব বিক্রির পর খোসাকে ছয় টুকরো করে, তাতে ডাবে আর পানি জমবে না।

সংবাদ সম্মেলনের আগে মেয়র নিজের অফিসের ফুলের টবের জমে থাকা পানি পরিষ্কার করেন। আতিকুল ইসলাম বলেন, ‘প্রতি শনিবার দশটায় দশ মিনিটের জন্য নিজের আঙিনা পরিষ্কার করি। এটি নিজের বাড়িও হতে পারে, অফিসও হতে পারে। আমি গত শনিবার বাড়ি পরিষ্কার করেছি। আজকে নিজের অফিস পরিষ্কার করেছি। কারণ জমে থাকা পানিতে মশার লার্ভা থাকতে পারে। ফুলের টবে দেখতে হবে কোনো লার্ভা আছে কিনা।’

ডিএনসিসির মেয়র বলেন, ডিএনসিসির ৬০ থেকে ৬৫টি ভাগ বাসায় মশার লার্ভা রয়েছে। আমরা মশক নিধনে প্রত্যেক ওয়ার্ডকে দশ অঞ্চলে ভাগ করেছি। ৭২০ জন স্বেচ্ছাসেবক যুক্ত করেছি। ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত