টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে এক যুবকের (৪৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার টঙ্গীর রেলস্টেশন এলাকায় একটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হোটেলের রেজিস্ট্রার খাতা অনুযায়ী ওই ব্যক্তির নাম হাফেজ। গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বনগ্রাম এলাকায়। তার বাবার নাম হান্নান মিয়া।
পুলিশ জানায়, কয়েক মাস ধরে আবাসিক হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন হাফেজ। ভাড়া নেওয়ার সময় নিজেকে নির্মাণ শ্রমিক পরিচয় দেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাফেজ হোটেলে তার কক্ষে ঢোকেন।
মঙ্গলবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকেন। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান। পরে পুলিশ এসে হোটেলের কক্ষ থেকে উলঙ্গ অবস্থায় হাফেজের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
হোটেলের ম্যানেজার মুরাদ হোসেন বলেন, ‘কয়েক মাস ধরে নিজেকে নির্মাণ শ্রমিক পরিচয় দিয়ে হাফেজ নামে ওই ব্যক্তি হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। তিনি নিয়মিত ভাড়াও পরিশোধ করতেন। গতকাল রাতে তিনি হোটেলে আসেন, আজ কক্ষ থেকে বের না হওয়ায় তাকে ডাকা হয়। পরে তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠাই।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘আবাসিক হোটেল ও তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হাফিজের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’
গাজীপুরের টঙ্গীতে এক যুবকের (৪৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার টঙ্গীর রেলস্টেশন এলাকায় একটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হোটেলের রেজিস্ট্রার খাতা অনুযায়ী ওই ব্যক্তির নাম হাফেজ। গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বনগ্রাম এলাকায়। তার বাবার নাম হান্নান মিয়া।
পুলিশ জানায়, কয়েক মাস ধরে আবাসিক হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন হাফেজ। ভাড়া নেওয়ার সময় নিজেকে নির্মাণ শ্রমিক পরিচয় দেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাফেজ হোটেলে তার কক্ষে ঢোকেন।
মঙ্গলবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকেন। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান। পরে পুলিশ এসে হোটেলের কক্ষ থেকে উলঙ্গ অবস্থায় হাফেজের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
হোটেলের ম্যানেজার মুরাদ হোসেন বলেন, ‘কয়েক মাস ধরে নিজেকে নির্মাণ শ্রমিক পরিচয় দিয়ে হাফেজ নামে ওই ব্যক্তি হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। তিনি নিয়মিত ভাড়াও পরিশোধ করতেন। গতকাল রাতে তিনি হোটেলে আসেন, আজ কক্ষ থেকে বের না হওয়ায় তাকে ডাকা হয়। পরে তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠাই।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘আবাসিক হোটেল ও তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হাফিজের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’
রাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পায়নি ওই যুবকের পরিবার। সিফাতের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।
৪ মিনিট আগেনিহত ব্যক্তি ফাঁকা বাসায় ঘটনার রাতে ৫ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কথা বলে আসামিদের বাসায় ডেকে আনে। কিন্তু পরে টাকা না দিয়ে মোবাইলে শারীরিক সম্পর্কের ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা চাকু দিয়ে ওই ব্যক্তিকে গলা ও ঊরুতে আঘাত করে হত্যা করেন।
১০ মিনিট আগেহবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আ
২৪ মিনিট আগেইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখায় অঙ্গপ্রতিষ্ঠান এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ১৩ হাজার ৩১৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপসংশ্লিষ্ট ৫৪৮ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং ৫৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৬২১টি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৩৪ মিনিট আগে