Ajker Patrika

রাজধানীতে আইনজীবীর বাড়ি দখলের উদ্দেশ্যে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৭: ০৮
রাজধানীতে আইনজীবীর বাড়ি দখলের উদ্দেশ্যে হামলার অভিযোগ

রাজধানীর ওয়ারীতে বসতবাড়ি দখল করতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন আজহারুল হক নামের একজন আইনজীবী। গত মঙ্গলবার বিকেলে আল–মুসলিম গ্রুপের আব্দুল্লাহর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় বলে আজকের পত্রিকাকে অভিযোগ করেছেন তিনি। 

হামলার ঘটনায় গতকাল বুধবার তাঁর বাসায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। 

সংবাদ সম্মেলনে আজহারুল হক বলেন, ‘মঙ্গলবার বিকেলে দারোয়ান ফোন করে জানায়—বাসার সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। এর কিছুক্ষণ পরেই গেট ভেঙে, দারোয়ানকে মেরে তারা ওপরে চলে আসে।’ 

তিনি আরও বলেন, ‘বাসায় দরজা-জানালা, আলমারি ভেঙে তারা টাকাপয়সা নিয়ে গেছে। আমার এবং আমার স্ত্রীর সঙ্গে অসভ্য ব্যবহার করে এবং লাইসেন্সকৃত বন্দুক, মোবাইলসহ সবকিছু নিয়ে যায় তারা। ব্যাংক থেকে তুলে আনা ১৫ লাখ টাকা এবং ঘরে থাকা আরও ১০ লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।’ 

মুসলিম গ্রুপের আব্দুল্লাহ, আমজাদ হেলাল, ফিরোজ ও জিয়ার ভাড়াটে সন্ত্রাসীরা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন আজহারুল। 

সাবেক ডিবির প্রধান হারুনও এই হামলাকারীদের সঙ্গে যুক্ত আছেন উল্লেখ করে তিনি জানান, গত বছরের ৭ ডিসেম্বর রাতেও তাঁদের বাড়িতে হামলা হয়। সে সময় আজহারুলের ছোট মেয়ে ফেসবুক লাইভ করলে আজহারুল ও তাঁর বড় ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। 

আজহারুল বলেন, ‘আমাদের হয়রানি করার উদ্দেশ্যে রমনা থানায় বিচারপতির বাসভবনে হামলা ও ছিনতাই মামলার আসামি করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘ডিবির হারুন দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে। হারুন ও আল–মুসলিম বিল্ডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ মিলে আমার পরিবারকে দিনের পর দিন নির্যাতন করছে।’ 

৭ আগস্ট বিকেলেও তাঁর বাড়িতে আক্রমণ হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে সহায়তা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত