Ajker Patrika

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির মৃত্যু

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির মৃত্যু

গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আহমদ (৭৩) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হারিছ উদ্দিনের ছোট ভাই শ্রীপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রমিজ উদ্দিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারিছ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

অ্যাডভোকেট হারিছ উদ্দিন জেলার শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। সর্বশেষ গাজীপুর জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি একাধারে কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক, গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট হারিছ উদ্দিনের মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

ধর্ষণের পর চুপ হয়ে গিয়েছিল লামিয়া, ট্রমা তার জীবনই কেড়ে নিল

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত