Ajker Patrika

বেপরোয়া বাস ফুটপাতে উঠে আইনজীবীর প্রাণ কেড়ে নিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২: ৪১
Thumbnail image

রাজধানীর কাকরাইল মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি। নিহত মোখলেছুর রহমান (৭৫) সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

গতকাল বুধবার রাত ৮টার দিকে বাসের ধাক্কায় আহত হওয়ার পর মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মোখলেছুর রহমানের ছেলে শরীফ ইবনে রহমান জানান, তাঁর বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী। পুরানা পল্টনে তাঁর চেম্বার ছিল। তারা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা; সবুজবাগ বাসাবো মুগদাপাড়া এলাকায় থাকেন।

শরীফ আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাত ৮টার দিকে তাঁর বাবা ব্যক্তিগত কাজে কাকরাইলে যান। সেই কাজ শেষ করে আবার পুরানা পল্টনে চেম্বারে যাওয়ার জন্য কাকরাইল মোড়ে রিকশার জন্য দাঁড়িয়েছিলেন। তখন ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ফুটপাতে উঠে যায়। এতে তাঁর বাবা মারাত্মক আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কাকরাইলে বাসের ধাক্কায় আহত আইনজীবীকে মধ্যরাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাসের ধাক্কায় আইনজীবীর মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে পল্টন থানার ওসি মনির হোসেন মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত