Ajker Patrika

নারায়ণগঞ্জের প্রখ্যাত কবি আমজাদ হোসেন আর নেই

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের প্রখ্যাত কবি আমজাদ হোসেন আর নেই

নারায়ণগঞ্জের প্রখ্যাত কবি আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল ৫টায় রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

আমজাদ হোসেন আজকের পত্রিকা এবং বাংলাভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টির পিতা।

বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আফজাল হোসেন পন্টি বলেন, তিনি গত ১৫ জুলাই করোনা থেকে মুক্ত হলেও করোনা পরবর্তী জটিলতায় অসুস্থ ছিলেন। দীর্ঘদিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর শনিবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাত ১০টায় নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আমজাদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ অন্যান্য সাংবাদিকেরা। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন’। তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, আমজাদ হোসেন ছিলেন ষাট, সত্তর এবং আশির দশকে নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ। তিনি একাধারে কবি, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত