নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এই রায় দেন। পাশাপাশি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. বিলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি ব্যাপারী। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান।
এ রায়ে আদালত ১০ জনকে খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—আরবাজ আহমেদ রোহান, ইমরান হোসেন, লিমন হোসেন, জাহাঙ্গীর হোসেন, তানভীর মোল্লা, রোকনউদ্দৌলা, জামাল হোসেন প্রধান, রাহুল হোসেন প্রধান, আসাদুল্লাহ আল গালিব ও পরশ প্রধান।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি রনি ব্যাপারী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রধান ও সাকিব প্রধান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিহাব প্রধান ও রাকিবুল হাসান সৌরভ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোট জাহাঙ্গীর, রায়হান ও অনিক ব্যাপারী পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরে আওলাদ হোসেন মিন্টুর বোনকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে রাত ১১টায় স্থানীয় সালিস হয়। সালিস শেষে মামলায় বর্ণিত আসামিরা উত্তেজিত হয়ে আওলাদ হোসেন মিন্টু, শাকিব ও ইমনকে দেশীয় অস্ত্রশস্ত্র, চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। পরদিন ঢাকা মেডিকেলে মিন্টু ও সাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় একই বছরের ২৬ মার্চ নিহত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এরপর ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এই রায় দেন। পাশাপাশি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. বিলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি ব্যাপারী। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান।
এ রায়ে আদালত ১০ জনকে খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—আরবাজ আহমেদ রোহান, ইমরান হোসেন, লিমন হোসেন, জাহাঙ্গীর হোসেন, তানভীর মোল্লা, রোকনউদ্দৌলা, জামাল হোসেন প্রধান, রাহুল হোসেন প্রধান, আসাদুল্লাহ আল গালিব ও পরশ প্রধান।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি রনি ব্যাপারী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রধান ও সাকিব প্রধান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিহাব প্রধান ও রাকিবুল হাসান সৌরভ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোট জাহাঙ্গীর, রায়হান ও অনিক ব্যাপারী পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরে আওলাদ হোসেন মিন্টুর বোনকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে রাত ১১টায় স্থানীয় সালিস হয়। সালিস শেষে মামলায় বর্ণিত আসামিরা উত্তেজিত হয়ে আওলাদ হোসেন মিন্টু, শাকিব ও ইমনকে দেশীয় অস্ত্রশস্ত্র, চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। পরদিন ঢাকা মেডিকেলে মিন্টু ও সাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় একই বছরের ২৬ মার্চ নিহত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এরপর ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
ট্রাফিক সূত্রে জানা যায়, রাজধানীর দিকে যাওয়ার সময় রাইদা পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৯৪০৭) দ্রুতগতিতে অন্যান্য যানবাহনকে পেছনে ফেলে বাঁ পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
৯ মিনিট আগেকুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা...
৩২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে কৌশলে ২২ শতক জমি লিখে নিয়ে মা-বাবাকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ৬ অক্টোবর রাতে ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রবীণ দম্পতি ১০ দিন ধরে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে।
৩৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোটার ভোট দেবেন বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে