নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দূতাবাসগুলোতে পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ না থাকায় পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতা বাড়ছে। ফলে অনেক প্রবাসীকে এনআইডি জটিলতার জন্য দেশে ফেরত আসতে হচ্ছে। দূতাবাসগুলোর মাধ্যমেই যদি এনআইডি সংশোধন করা যায় তবে প্রবাসীরা যেমন স্বস্তিতে থাকবেন, তেমনি রেমিট্যান্সের মাধ্যমে দেশও উপকৃত হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগের দাবিতে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের পরিচালক আবু তাহির।
আবু তাহির বলেন, ‘আমরা পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য দাবি তুলেছিলাম। সেটা সমাধান হয়ে গেছে। দূতাবাসগুলোতে এখন পাসপোর্ট সংশোধন করা যায়। কিন্তু পাসপোর্ট সংশোধনের সময় এনআইডির ভুল সংশোধন করতে না পারায় অনেকে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতায় পড়ছে।’
যাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না তারা অধিকাংশ অবৈধভাবে দেশগুলোতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বৈধ না অবৈধভাবে তারা সেখানে গিয়েছে এটা সরকার জানে। আমরা সব সময়ই অবৈধভাবে যাওয়াকে নিরুৎসাহিত করি। তবে এখন তাদের যেহেতু ফেরত আনা হচ্ছে না এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে সেহেতু তাদের এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসগুলোতেই সংশোধনের সুযোগ দেওয়া হোক।’
আরেক পরিচালক লুতফর রহমান বাবু বলেন, ‘কর্মক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো উপায় না পেয়ে অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে।’
অন্য পরিচালক এন আই মাহমুদ বলেন, ‘অবৈধভাবে বড়জোর ৩ শতাংশ প্রবাসী বিদেশে যায়। বেশির ভাগ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলের কারণে প্রবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। সরকারের পক্ষ থেকেই ভুলগুলো শোধরানোর উদ্যোগ নিতে হবে।’
দূতাবাসগুলোতে পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ না থাকায় পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতা বাড়ছে। ফলে অনেক প্রবাসীকে এনআইডি জটিলতার জন্য দেশে ফেরত আসতে হচ্ছে। দূতাবাসগুলোর মাধ্যমেই যদি এনআইডি সংশোধন করা যায় তবে প্রবাসীরা যেমন স্বস্তিতে থাকবেন, তেমনি রেমিট্যান্সের মাধ্যমে দেশও উপকৃত হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগের দাবিতে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের পরিচালক আবু তাহির।
আবু তাহির বলেন, ‘আমরা পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য দাবি তুলেছিলাম। সেটা সমাধান হয়ে গেছে। দূতাবাসগুলোতে এখন পাসপোর্ট সংশোধন করা যায়। কিন্তু পাসপোর্ট সংশোধনের সময় এনআইডির ভুল সংশোধন করতে না পারায় অনেকে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতায় পড়ছে।’
যাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না তারা অধিকাংশ অবৈধভাবে দেশগুলোতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বৈধ না অবৈধভাবে তারা সেখানে গিয়েছে এটা সরকার জানে। আমরা সব সময়ই অবৈধভাবে যাওয়াকে নিরুৎসাহিত করি। তবে এখন তাদের যেহেতু ফেরত আনা হচ্ছে না এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে সেহেতু তাদের এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসগুলোতেই সংশোধনের সুযোগ দেওয়া হোক।’
আরেক পরিচালক লুতফর রহমান বাবু বলেন, ‘কর্মক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো উপায় না পেয়ে অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে।’
অন্য পরিচালক এন আই মাহমুদ বলেন, ‘অবৈধভাবে বড়জোর ৩ শতাংশ প্রবাসী বিদেশে যায়। বেশির ভাগ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলের কারণে প্রবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। সরকারের পক্ষ থেকেই ভুলগুলো শোধরানোর উদ্যোগ নিতে হবে।’
পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ চার নেতাকে মারধর ও ইউএনওকে হুমকির ঘটনায় অভিযুক্ত বিএনপির চার নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
৮ মিনিট আগেবাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। এ দাবিতে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাঁরা এ দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধন কর্মসূচ
১০ মিনিট আগেরংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নগরীর স্টেশন এলাকার বাবুপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেচট্টগ্রামের সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুজন তাদের সক্রিয় কর্মী। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
২১ মিনিট আগে