গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের একাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে টঙ্গী থেকে একটি ও কালিয়াকৈর থেকে দুটিসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় টঙ্গীসহ কালিয়াকৈর থেকে আরও তিনটিসহ মোট ছয়টি ইউনিট কাজ করে।
তাশারফ হোসেন জানান, পানির সংকটে আগুন নিয়ন্ত্রণ কিছুটা বিঘ্নিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের একাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে টঙ্গী থেকে একটি ও কালিয়াকৈর থেকে দুটিসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় টঙ্গীসহ কালিয়াকৈর থেকে আরও তিনটিসহ মোট ছয়টি ইউনিট কাজ করে।
তাশারফ হোসেন জানান, পানির সংকটে আগুন নিয়ন্ত্রণ কিছুটা বিঘ্নিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা আরও বলেন, ’বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলাম, পরে অন্যরা ক্ষমতায় এসেছে। কিন্তু আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। আমরা এমন কোনো কাজ করবো না যাতে আগামীতে আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেভাবেই
২১ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই সড়কে পথচারী ও ব্যবসায়ীদের গতি রোধ করে নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতের দল। পরে পালানোর সময় তারা তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়।
১ ঘণ্টা আগেওমান থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৭জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছে। বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুরে চলছে মাদকের রমরমা কারবার। উপজেলার অর্ধশত স্থানে দেদার মাদক কেনাবেচা চলে বলে জানা গেছে। প্রতিদিন ১৫-২০ লাখ টাকার মাদক বিক্রি হয় এসব স্পটে। সেই হিসাবে প্রতি মাসে মাদকসেবীদের কাছ থেকে ৪ থেকে ৬ কোটি টাকা হাতবদল হয়।
২ ঘণ্টা আগে