Ajker Patrika

৫ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৯: ৫৬
৫ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের একাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে টঙ্গী থেকে একটি ও কালিয়াকৈর থেকে দুটিসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় টঙ্গীসহ কালিয়াকৈর থেকে আরও তিনটিসহ মোট ছয়টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।তাশারফ হোসেন জানান, পানির সংকটে আগুন নিয়ন্ত্রণ কিছুটা বিঘ্নিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত