নারায়ণগঞ্জ প্রতিনিধি
চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই আদেশ দেন।
এর আগে, পুলিশ রিয়াদ চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন রিয়াদ। তাঁর রিমান্ড মঞ্জুরের খবর চাউর হতেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হয়। পুলিশের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানো ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া আদালত থেকে বেরিয়ে আসার পর তাঁকে গালিগালাজ করে রিয়াদের অনুসারীরা। পরে পুলিশ তাঁকে নিরাপত্তা নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
বারী ভুঁইয়া বলেন, ‘পুলিশের দায়ের করা চাঁদাবাজি মামলায় আমরা কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নিই। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’
এর আগে, একজন কারখানা মালিকের কাছে রিয়াদ চৌধুরীর টাকা চাওয়ার অডিও ভাইরাল হয়। এই ঘটনার পর ১৫ মে সকালে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। ওই দিন বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বিকেলে তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করে। সেই মামলায় তাঁকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই আদেশ দেন।
এর আগে, পুলিশ রিয়াদ চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন রিয়াদ। তাঁর রিমান্ড মঞ্জুরের খবর চাউর হতেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হয়। পুলিশের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানো ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া আদালত থেকে বেরিয়ে আসার পর তাঁকে গালিগালাজ করে রিয়াদের অনুসারীরা। পরে পুলিশ তাঁকে নিরাপত্তা নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
বারী ভুঁইয়া বলেন, ‘পুলিশের দায়ের করা চাঁদাবাজি মামলায় আমরা কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নিই। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’
এর আগে, একজন কারখানা মালিকের কাছে রিয়াদ চৌধুরীর টাকা চাওয়ার অডিও ভাইরাল হয়। এই ঘটনার পর ১৫ মে সকালে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। ওই দিন বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বিকেলে তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করে। সেই মামলায় তাঁকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রদলের দলীয় টেন্ট বুদ্ধিজীবী চত্বর থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
১ সেকেন্ড আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ ধরা পড়েছে। আজ রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি ধরা পড়ে।
৩ মিনিট আগেজুলাই আন্দোলনে হামলার ঘটনায় ৯ মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ রোববার সংগঠনের জেলা মুখপাত্র সুমি হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি
৫ মিনিট আগেরাজবাড়ীতে হত্যা মামলার তদন্তে গিয়ে জনরোষে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় স্থানীয়দের মারধরের শিকার হন তিনি। আজ রোববার বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে