Ajker Patrika

বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে, আদালত চত্বরে উত্তেজনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছবি: সংগৃহীত
রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছবি: সংগৃহীত

চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই আদেশ দেন।

এর আগে, পুলিশ রিয়াদ চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন রিয়াদ। তাঁর রিমান্ড মঞ্জুরের খবর চাউর হতেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হয়। পুলিশের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানো ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া আদালত থেকে বেরিয়ে আসার পর তাঁকে গালিগালাজ করে রিয়াদের অনুসারীরা। পরে পুলিশ তাঁকে নিরাপত্তা নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।

বারী ভুঁইয়া বলেন, ‘পুলিশের দায়ের করা চাঁদাবাজি মামলায় আমরা কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নিই। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’

এর আগে, একজন কারখানা মালিকের কাছে রিয়াদ চৌধুরীর টাকা চাওয়ার অডিও ভাইরাল হয়। এই ঘটনার পর ১৫ মে সকালে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। ওই দিন বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বিকেলে তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করে। সেই মামলায় তাঁকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত