Ajker Patrika

এসইউবি ইংরেজি বিভাগ-টেসল সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে ‘ডিস্টিংগুইশড লেকচার সিরিজ’

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৪: ৩৭
এসইউবি ইংরেজি বিভাগ-টেসল সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে ‘ডিস্টিংগুইশড লেকচার সিরিজ’

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ এবং টেসল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘Globalectics and Ngugi wa Thiong’o’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) রাত ৮টায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। এটি ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের ডিস্টিংগুইশড লেকচার সিরিজের অষ্টম সংকলন। 

ওয়েবিনারে বক্তা হিসেবে ছিলেন ড. সিমি মালহোত্রা (অধ্যাপক এবং প্রধান, ইংরেজি বিভাগ, পরিচালক, সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, দিল্লি, ভারত)। 

ড. সিমি মালহোত্রা তাঁর বক্তব্যে গ্লোবালেকটিক্সকে বিশদভাবে বর্ণনা করেন। তিনি বিশ্বসাহিত্যের পাঠ এবং অনুধাবনে এই পদ্ধতি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি তুলে ধরেন। পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন গ্লোবালেকটিকস কীভাবে বিভিন্ন সংস্কৃতির মানুষকে সংযুক্ত করার ক্ষেত্রে একটি প্রক্রিয়া হিসেবে কাজ করে। তিনি বিশ্বায়ন ও প্রযুক্তির নিত্যনতুন অবদানের দরুন ই-বুক বা অডিও বুকের বিস্তৃত ব্যবহারের সঙ্গে সম্পর্কিত সাইবোরেচার (cyborature) সম্পর্কেও আলোচনা করেন। 

ওয়েবিনারের আলোচক মাশরুর শাহিদ হোসেন (অধ্যাপক, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ড. সিমি মালহোত্রার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মতামত ব্যক্ত করেন। 

এসইউবি ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান তৌহিদা ইয়াসমিন হুমায়রার স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। 

আয়োজনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের অধ্যাপক ও টেসল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও টেসল সোসাইটি অব বাংলাদেশের সহসভাপতি হামিদুল হক এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের আহ্বায়ক এসইউবি ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের সহকারী অধ্যাপক পরেন চন্দ্র বর্মণের কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয়। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসইউবি ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের প্রভাষক নুশরাত আরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত