Ajker Patrika

শ্রীপুরে পিকআপের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী আক্তার (৩২) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের মেয়ে। তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকার জনৈক আব্দুল কাদিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডেকো গার্মেন্টস কারখানায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন বলেন, নিহত পোশাকশ্রমিক মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নারী পোশাকশ্রমিককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘাতক চালক পিকআপ ফেলে পালিয়ে যান।

ডেকো গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, ‘নিহত শিল্পী আক্তার কারখানার সুইং সেকশনের কর্মী ছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।’

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি থানায় আনা হয়েছে। ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত