Ajker Patrika

আবরারের দেখানো পথেই এনসিপি রাজনীতি করছে: নাহিদ ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আজ মঙ্গলবার দুপুরে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
কুষ্টিয়ার কুমারখালীতে আজ মঙ্গলবার দুপুরে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আবরার ফাহাদের দেখানো পথেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্য বিরোধী পথ, আগ্রাসনবিরোধী পথেই এনসিপি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ-অভ্যুত্থান হয়।’

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ এসব কথা বলেন। আবরারের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আবরার থেকে আবু সাঈদ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেই সব শহীদ ও নির্যাতিত মানুষকে ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করি।’

দলটির আহ্বায়ক বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর ২০১৯ সালে আবরার হত্যা একটি বড় ঘটনা ছিল জাতীয় রাজনীতিতে। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইটা আবার শুরু হয়েছিল। “দিল্লি না ঢাকা” স্লোগান উঠেছিল।’

এর আগে এনসিপি নেতাদের গাড়িবহর কুষ্টিয়া শহর থেকে শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি রায়ডাঙ্গা পৌঁছায়। সেখানে কবর জিয়ারত শেষে আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের নেতারা। এরপর দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করেন তাঁরা।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, খুলনা বিভাগের সংগঠক নয়ন আহম্মেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সকালে কুষ্টিয়ার একটি রিসোর্টে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দলের নেতারা কথা বলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত