গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ পায়ের এক বাছুর জন্ম নিয়েছে। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন বাছুরটিকে একনজর দেখার জন্য।
ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়াপাড়া গ্রামে।
ওই দিন (শনিবার) সন্ধ্যায় কৃষক মো. শাহীন মিয়ার গাভিটি স্বাভাবিকভাবেই এই বাছুর প্রসব করে। কিন্তু বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা এবং পেছনে রয়েছে দুটি পা। তিন পায়ের ওপর ভর করে চলাচল করছে। প্রথমে ভয় পেলেও পরে ওই কৃষক বুঝতে পারেন এটি কোনো রোগ নয় বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য।
বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে।
স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, ‘গরুর পাঁচ পা হয়—এটা কখনো আগে দেখিনি এবং বিশ্বাসও করিনি। আজকে দেখে আমি অবাক হলাম।’
বাছুরটির মালিক মো. শাহীন মিয়া বলেন, ‘এই ঘটনাটি আমার পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকেই বলছে এটা সৌভাগ্যের প্রতীক। আমরা বাছুরটিকে বিশেষ যত্ন নিচ্ছি।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ বলেন, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল। তবে এটি প্রাণীর স্বাস্থ্যের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না যদি অন্য কোনো জটিলতা না থাকে।
টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ পায়ের এক বাছুর জন্ম নিয়েছে। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন বাছুরটিকে একনজর দেখার জন্য।
ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়াপাড়া গ্রামে।
ওই দিন (শনিবার) সন্ধ্যায় কৃষক মো. শাহীন মিয়ার গাভিটি স্বাভাবিকভাবেই এই বাছুর প্রসব করে। কিন্তু বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা এবং পেছনে রয়েছে দুটি পা। তিন পায়ের ওপর ভর করে চলাচল করছে। প্রথমে ভয় পেলেও পরে ওই কৃষক বুঝতে পারেন এটি কোনো রোগ নয় বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য।
বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে।
স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, ‘গরুর পাঁচ পা হয়—এটা কখনো আগে দেখিনি এবং বিশ্বাসও করিনি। আজকে দেখে আমি অবাক হলাম।’
বাছুরটির মালিক মো. শাহীন মিয়া বলেন, ‘এই ঘটনাটি আমার পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকেই বলছে এটা সৌভাগ্যের প্রতীক। আমরা বাছুরটিকে বিশেষ যত্ন নিচ্ছি।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ বলেন, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল। তবে এটি প্রাণীর স্বাস্থ্যের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না যদি অন্য কোনো জটিলতা না থাকে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে কিছুদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে দুই পারের বাসিন্দাদের ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি ও সৈয়দপুর-সোনাকান্দা সেতুসহ নানা স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।
৩ মিনিট আগেতিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটিতে ছয় বছর পার করে দিয়েছে রাজশাহী জেলা বিএনপি। ৫ জুলাই কমিটির পাঁচ বছর পূর্তিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ৬ বছর পূর্ণ হলো!’ তাঁর এই পোস্টের মন্তব্যে নেতা-কর্মীরা...
৭ মিনিট আগেইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘চোর ও দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিতরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেশের মানুষ দেখেছেন। নতুন করে তাদের আর পরীক্ষা নেওয়ার কিছু নেই।
১ ঘণ্টা আগেগবাদিপশুর লাম্পি স্ক্রিন ডিজিজ (এলএসডি) ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে। ভাইরাসজনিত এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন গরুর মালিক ও খামারিরা। সময়মতো চিকিৎসা না পাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এ রোগে গরু আক্রান্ত হয়
২ ঘণ্টা আগে