Ajker Patrika

কাজে ফাঁকি দেন মশককর্মীরা, শরীরে ক্যামেরা বসাবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২১: ২৪
Thumbnail image

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকারমশক নিধন কার্যক্রম আধুনিকায়নে এবার মশককর্মীদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। 

সম্প্রতি ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মশককর্মীদের নজরদারি করার জন্য তাঁদের শরীরে ক্যামেরা স্থাপন করা হবে। এতে তাঁরা আর কাজে ফাঁকি দিতে পারবেন না। প্রথম পর্যায়ে ২০ জন মশককর্মীর শরীরে এই ক্যামেরা বসানো হবে। 

ডিএনসিসির অফিস আদেশে বলা হয়েছে, আধুনিক ও স্মার্ট ঢাকা গড়ে তুলতে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনাসংশ্লিষ্ট পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের মশকনিধন কার্যক্রমে নিয়োজিত কর্মীদের কাজের অবস্থান, প্রকৃতি ও কার্যনিবিষ্ট থাকার সময় প্রযুক্তিনির্ভর উপায়ে পর্যবেক্ষণ, মনিটরিংসহ পরিচ্ছন্নতাসংক্রান্ত কাজের গুণগত মান ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের শরীরে স্থাপন উপযোগী ৪জি বডি ক্যামেরা বসানো হবে। এর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাঁরা ক্যামেরাগুলো গ্রহণ করবেন। 

মশককর্মীদের শরীরে বসানো হবে ৪জি বডি ক্যামেরা। ছবি: ডিএনসিসিপাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে ২০ জনের শরীরে ক্যামেরা বসানো হবে। ওই ক্যামেরা এরই মধ্যে আমরা হাতে পেয়েছি। নির্বাচনের পরেই কার্যক্রম শুরু করব।’

৪জি বডি ক্যামেরা বসানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘মশককর্মীরা কাজে ফাঁকি দেয়। হাজিরা দিয়ে তারা আর সাইটে থাকে না। মূলত তাদের মনিটরিং করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত