আজকের পত্রিকা ডেস্ক
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সকালে তিতুমীর কলেজে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে কলেজটির শিক্ষার্থীরা। গতকালও সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। যাত্রাবাহী একটি ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আজ সকাল থেকেই সার্বিক নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’সহ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বেলা সাড়ে ১০টার পর তারা ক্যাম্পাসে ভেতর থেকে চলে যায়। আমাদের কর্মসূচি সকালে স্থগিত রয়েছে। কারণ উপদেষ্টারা আজ মিটিং করবেন বিশ্ববিদ্যালয় করার বিষয় নিয়ে আলোচনার জন্য। মিটিংয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে তারা। আন্দোলনটি যখন নতুন করে জোরালো হচ্ছে, তখন বিভিন্ন মহল এটি বানচাল করার জন্য চেষ্টা করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক।
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সকালে তিতুমীর কলেজে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে কলেজটির শিক্ষার্থীরা। গতকালও সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। যাত্রাবাহী একটি ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আজ সকাল থেকেই সার্বিক নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’সহ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বেলা সাড়ে ১০টার পর তারা ক্যাম্পাসে ভেতর থেকে চলে যায়। আমাদের কর্মসূচি সকালে স্থগিত রয়েছে। কারণ উপদেষ্টারা আজ মিটিং করবেন বিশ্ববিদ্যালয় করার বিষয় নিয়ে আলোচনার জন্য। মিটিংয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে তারা। আন্দোলনটি যখন নতুন করে জোরালো হচ্ছে, তখন বিভিন্ন মহল এটি বানচাল করার জন্য চেষ্টা করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক।
পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা
৩ মিনিট আগেএনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
৬ মিনিট আগেএবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে...
১ ঘণ্টা আগেজনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে