অনলাইন ডেস্ক
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সকালে তিতুমীর কলেজে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে কলেজটির শিক্ষার্থীরা। গতকালও সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। যাত্রাবাহী একটি ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আজ সকাল থেকেই সার্বিক নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’সহ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বেলা সাড়ে ১০টার পর তারা ক্যাম্পাসে ভেতর থেকে চলে যায়। আমাদের কর্মসূচি সকালে স্থগিত রয়েছে। কারণ উপদেষ্টারা আজ মিটিং করবেন বিশ্ববিদ্যালয় করার বিষয় নিয়ে আলোচনার জন্য। মিটিংয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে তারা। আন্দোলনটি যখন নতুন করে জোরালো হচ্ছে, তখন বিভিন্ন মহল এটি বানচাল করার জন্য চেষ্টা করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক।
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সকালে তিতুমীর কলেজে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে কলেজটির শিক্ষার্থীরা। গতকালও সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। যাত্রাবাহী একটি ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আজ সকাল থেকেই সার্বিক নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’সহ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বেলা সাড়ে ১০টার পর তারা ক্যাম্পাসে ভেতর থেকে চলে যায়। আমাদের কর্মসূচি সকালে স্থগিত রয়েছে। কারণ উপদেষ্টারা আজ মিটিং করবেন বিশ্ববিদ্যালয় করার বিষয় নিয়ে আলোচনার জন্য। মিটিংয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে তারা। আন্দোলনটি যখন নতুন করে জোরালো হচ্ছে, তখন বিভিন্ন মহল এটি বানচাল করার জন্য চেষ্টা করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক।
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
২১ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
২২ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৫ মিনিট আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে