নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০ রমজানের মধ্যেই ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি তুলেছেন পোশাককর্মীরা। গার্মেন্টস মালিকেরা কখনো চাপের মুখে একদম শেষ পর্যায়ে, আবার কখনো ঈদের পরে বোনাস পরিশোধ করেন—এ কথা উল্লেখ করে এবার ২০ রমজানের মধ্যেই ঈদের বোনাসসহ বকেয়া সব বেতন বুঝে পাওয়ার দাবি করেন তাঁরা। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে সমাবেশ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন।
সমাবেশে উপস্থিত বক্তারা জানান, গার্মেন্টস মালিকেরা নানা অজুহাতে শ্রমিকদের বোনাস না দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু একজন শ্রমিক দুটি ঈদেই বোনাসের জন্য অপেক্ষা করেন। তাঁরা আশা করেন, ঈদের আগেই তাঁদের বেতন ও ন্যায্য বোনাস পাবেন। কিন্তু এ জন্য প্রতিবারই তাঁদের মালিকের বিপক্ষে আন্দোলনে নামতে হয়। তাই এবার ২০ রমজানের মধ্যেই সব বেতন ও বোনাস দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গার্মেন্টস কর্মীরা।
গার্মেন্টস শ্রমিক নাসিমা বেগম বলেন, ‘আমরা সারা বছর এই ঈদের জন্যই অপেক্ষা করি যে, ঈদ আসবে আর আমরা একটা বোনাস পাব। আমাদেরও ইচ্ছে করে বাচ্চাদের নতুন জামা কিনে দেই। কিন্তু মালিকেরা নানা ছলে আমাদের বেতন ও বোনাস ঈদের আগে দিতে চান না। আমাদের অনুরোধ, আপনারা এমন না করে আমাদের ন্যায্য পাওনা আমাদের বুঝিয়ে দিন।’
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মন্টু ঘোষ বলেন, ‘প্রতি বছর ইদ উৎসবের সময় গার্মেন্টস শ্রমিকেরা উৎসব বোনাস থেকে বঞ্চিত হয়। ২০ রোজার মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধ করা না হলে ঈদের আগে শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে। বেসিকের সমান বোনাসের দাবি অন্যান্য বছরের মতো এবারও যদি সর্বত্র উপেক্ষিত হয় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।’
এ সময় মন্টু ঘোষ সংকট সৃষ্টির আগেই সরকারি সংস্থাসমূহকে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
২০ রমজানের মধ্যেই ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি তুলেছেন পোশাককর্মীরা। গার্মেন্টস মালিকেরা কখনো চাপের মুখে একদম শেষ পর্যায়ে, আবার কখনো ঈদের পরে বোনাস পরিশোধ করেন—এ কথা উল্লেখ করে এবার ২০ রমজানের মধ্যেই ঈদের বোনাসসহ বকেয়া সব বেতন বুঝে পাওয়ার দাবি করেন তাঁরা। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে সমাবেশ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন।
সমাবেশে উপস্থিত বক্তারা জানান, গার্মেন্টস মালিকেরা নানা অজুহাতে শ্রমিকদের বোনাস না দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু একজন শ্রমিক দুটি ঈদেই বোনাসের জন্য অপেক্ষা করেন। তাঁরা আশা করেন, ঈদের আগেই তাঁদের বেতন ও ন্যায্য বোনাস পাবেন। কিন্তু এ জন্য প্রতিবারই তাঁদের মালিকের বিপক্ষে আন্দোলনে নামতে হয়। তাই এবার ২০ রমজানের মধ্যেই সব বেতন ও বোনাস দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গার্মেন্টস কর্মীরা।
গার্মেন্টস শ্রমিক নাসিমা বেগম বলেন, ‘আমরা সারা বছর এই ঈদের জন্যই অপেক্ষা করি যে, ঈদ আসবে আর আমরা একটা বোনাস পাব। আমাদেরও ইচ্ছে করে বাচ্চাদের নতুন জামা কিনে দেই। কিন্তু মালিকেরা নানা ছলে আমাদের বেতন ও বোনাস ঈদের আগে দিতে চান না। আমাদের অনুরোধ, আপনারা এমন না করে আমাদের ন্যায্য পাওনা আমাদের বুঝিয়ে দিন।’
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মন্টু ঘোষ বলেন, ‘প্রতি বছর ইদ উৎসবের সময় গার্মেন্টস শ্রমিকেরা উৎসব বোনাস থেকে বঞ্চিত হয়। ২০ রোজার মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধ করা না হলে ঈদের আগে শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে। বেসিকের সমান বোনাসের দাবি অন্যান্য বছরের মতো এবারও যদি সর্বত্র উপেক্ষিত হয় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।’
এ সময় মন্টু ঘোষ সংকট সৃষ্টির আগেই সরকারি সংস্থাসমূহকে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
১৫ বছর পর ২০০৯ সালে বাদ দেওয়া কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহকে পুনর্বহাল করা হয়েছে। ১৯৮তম ঈদ জামাত উপলক্ষে আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ মিনিট আগেপাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাপুর পাগলার মাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
২২ মিনিট আগেসাংবাদিক দম্পতি হত্যা মামলায় সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
৩৫ মিনিট আগে