গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুধু তাই নয়, রেললাইনের ২০ ফুট কেটে ফেলার কারণে ট্রেনটি দুর্ঘটনাকবলিত হয়। তাতে ৩০০ ফুটের অধিক রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইনের স্লিপার ও লোহার পাত দুমড়ে-মুচড়ে গেছে।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধারসহ লাইন সংস্কারের কাজ শুরু হলেও সেটি কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান।
এ ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প পথে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান রেলওয়ে মহাপরিচালক কামরুল হাসান। তিনি বলেন, বিকল্প পথে ভৈরব হয়ে অন্যান্য রেল সড়কের সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। রেললাইন সংস্কার করতে ঠিক কত সময় লাগবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি এবং রেলওয়ে অনুসন্ধান বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরের নেতৃত্বে সাত সদস্য এবং রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে একটিসহ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিজি মো. কামরুল আহসান বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে ট্রেনের লোকোমাস্টার এমদাদুল হক ও সহকারী লোকোমাস্টার সজীব মিয়া গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী আসলাম হোসেন নিহত হয়েছেন। এতে সাত ট্রেনযাত্রী আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুধু তাই নয়, রেললাইনের ২০ ফুট কেটে ফেলার কারণে ট্রেনটি দুর্ঘটনাকবলিত হয়। তাতে ৩০০ ফুটের অধিক রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইনের স্লিপার ও লোহার পাত দুমড়ে-মুচড়ে গেছে।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধারসহ লাইন সংস্কারের কাজ শুরু হলেও সেটি কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান।
এ ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প পথে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান রেলওয়ে মহাপরিচালক কামরুল হাসান। তিনি বলেন, বিকল্প পথে ভৈরব হয়ে অন্যান্য রেল সড়কের সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। রেললাইন সংস্কার করতে ঠিক কত সময় লাগবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি এবং রেলওয়ে অনুসন্ধান বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরের নেতৃত্বে সাত সদস্য এবং রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে একটিসহ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিজি মো. কামরুল আহসান বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে ট্রেনের লোকোমাস্টার এমদাদুল হক ও সহকারী লোকোমাস্টার সজীব মিয়া গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী আসলাম হোসেন নিহত হয়েছেন। এতে সাত ট্রেনযাত্রী আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনকে কুড়িগ্রামের রৌমারী থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৬ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে সুতার গুদামে অগ্নিকাণ্ডে কাঁচামাল পুড়ে গেছে এবং মো. এনামুল হোসেন (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদরের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৯ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারের নবনির্মিত স্টলঘরের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও, এসিল্যান্ডসহ পাঁচশ লোকের আপ্যায়ন ও স্টলে বসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। বাজারের আহ্বায়ক কমিটি নিজেদের ছাপানো সদস্য ফরম বিক্রির মাধ্যমে ওই চাঁদার..
৩১ মিনিট আগেরাজধানীর উত্তরায় পরীক্ষা শেষে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ৩টার...
৩৯ মিনিট আগে