সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজী ইপিজেডে গতকাল বৃহস্পতিবার রপ্তানিমুখী পোশাক কারখানা ইপিক গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠানের খাবার খেয়ে কয়েক শ শ্রমিক-কর্মচারী ও তাঁদের স্বজনেরা অসুস্থ হয়েছেন। অনেকে আদমজীর আলিফ জেনারেল হাসপাতাল, খানপুর ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।
শ্রমিক অসুস্থ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইপিক গ্রুপের অ্যাসিস্ট্যান্ট প্রডাকশন ম্যানেজার ইমরান হোসেন। তিনি জানান, ঢাকার মোহাম্মদপুর এলাকার এক খাবার ব্যবসায়ী খাবারগুলো সাপ্লাই করেছেন। এই খাবার খেয়ে আমি ও আমার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছি। অনুষ্ঠানে ৯ থেকে ১০ হাজার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৫০ ভাগ অসুস্থ হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘যারা খাবার সাপ্লাই করেছে তাদের কোনো ত্রুটি থাকতে পারে।’
শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্যাক্টরির ভেতরে বার্ষিক বনভোজনের আয়োজন হয়। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় কারখানাটির পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের মধ্যে খাবার দেওয়া হয়। খাবার খেয়ে বিকেলে অনেকে অসুস্থ হয়ে বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। পরে দ্রুতই তাঁদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সংশ্লিষ্ট ইপিক-৪ প্রতিষ্ঠানের অপারেটর ঝুমা বলেন, ‘গতকাল প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজন অনুষ্ঠান ছিল। সেখানে দুপুরে আমাদের খাবার দেওয়া হয়। বাসায় এনে ওই খাবার খাওয়ার কিছু সময় পর আমার শিশুছেলে বমি করতে থাকে। কয়েকবার করার পর ছেলে অসুস্থ হয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। শত শত শ্রমিক অসুস্থ হয়েছে এই খাবার খেয়ে।’
খাবার খেয়ে অসুস্থ হওয়া কামাল নামের এক কোয়ালিটি অফিসার জানান, খাবার খাওয়ার অল্প কিছুক্ষণ পরই স্টেজের সামনে তিনবার বমি করেন তিনি। পরর তাঁর সহকর্মীরা তাঁকে সিদ্ধিরগঞ্জ পুলস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় আলিফ জেনারেল হাসপাতালের চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, ‘ফুড পয়জনিং থেকে সমস্যাটা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের এখানে শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ৮০ জনের মতো ভর্তি রয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।’
এদিকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৫৫ জন ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ৫৯ জন অসুস্থ শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক। ৩০০ শয্যা থেকে পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইপিক গার্মেন্টসের জিএম (মহাব্যবস্থাপক) মিজানুর রহমান জানান, শ্রমিকদের বিনোদন দিতে ১৫ বছর ধরে বার্ষিক ইপিক উৎসব পালন করা হয়। শ্রমিকেরা সপরিবারে উৎসবে উপভোগ করেন। শ্রমিকদের জন্য ভালো খাবার, কনসার্ট ও খেলাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাঁদের বাৎসরিক কাজের মূল্যায়নস্বরূপ অ্যাওয়ার্ডও দেওয়া হয়। গতকাল সকাল থেকেই শ্রমিকেরা উৎসবে মেতে ছিলেন। দুপুরের খাবার খেয়ে সবাই বিকেল ৫টা পর্যন্ত কনসার্ট উপভোগ করেন।
মিজানুর রহমান বলেন, ‘গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় শ্রমিকেরা খুব নাচানাচি, হইহুল্লোড় করে আনন্দ করেছিলেন। তখন ওইখানেই বেশ কয়েকজন বমি করে অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা থেকে একে একে আরও বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের আলিফ হাসপাতাল ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কেউই স্থায়ীভাবে ভর্তি ছিলেন না। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন।’
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মসিউদ্দিন মেজবাহ জানান, ‘ইপিক গার্মেন্টসের বাৎসরিক অনুষ্ঠান ছিল গতকাল। সেখানে দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার পরে শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে তাঁদের কয়েকজনকে বেপজা হসপিটালে পাঠানো হয়। বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। খাবার খেয়ে ওই গার্মেন্টসের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাঁদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজী ইপিজেডে গতকাল বৃহস্পতিবার রপ্তানিমুখী পোশাক কারখানা ইপিক গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠানের খাবার খেয়ে কয়েক শ শ্রমিক-কর্মচারী ও তাঁদের স্বজনেরা অসুস্থ হয়েছেন। অনেকে আদমজীর আলিফ জেনারেল হাসপাতাল, খানপুর ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।
শ্রমিক অসুস্থ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইপিক গ্রুপের অ্যাসিস্ট্যান্ট প্রডাকশন ম্যানেজার ইমরান হোসেন। তিনি জানান, ঢাকার মোহাম্মদপুর এলাকার এক খাবার ব্যবসায়ী খাবারগুলো সাপ্লাই করেছেন। এই খাবার খেয়ে আমি ও আমার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছি। অনুষ্ঠানে ৯ থেকে ১০ হাজার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৫০ ভাগ অসুস্থ হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘যারা খাবার সাপ্লাই করেছে তাদের কোনো ত্রুটি থাকতে পারে।’
শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্যাক্টরির ভেতরে বার্ষিক বনভোজনের আয়োজন হয়। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় কারখানাটির পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের মধ্যে খাবার দেওয়া হয়। খাবার খেয়ে বিকেলে অনেকে অসুস্থ হয়ে বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। পরে দ্রুতই তাঁদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সংশ্লিষ্ট ইপিক-৪ প্রতিষ্ঠানের অপারেটর ঝুমা বলেন, ‘গতকাল প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজন অনুষ্ঠান ছিল। সেখানে দুপুরে আমাদের খাবার দেওয়া হয়। বাসায় এনে ওই খাবার খাওয়ার কিছু সময় পর আমার শিশুছেলে বমি করতে থাকে। কয়েকবার করার পর ছেলে অসুস্থ হয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। শত শত শ্রমিক অসুস্থ হয়েছে এই খাবার খেয়ে।’
খাবার খেয়ে অসুস্থ হওয়া কামাল নামের এক কোয়ালিটি অফিসার জানান, খাবার খাওয়ার অল্প কিছুক্ষণ পরই স্টেজের সামনে তিনবার বমি করেন তিনি। পরর তাঁর সহকর্মীরা তাঁকে সিদ্ধিরগঞ্জ পুলস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় আলিফ জেনারেল হাসপাতালের চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, ‘ফুড পয়জনিং থেকে সমস্যাটা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের এখানে শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ৮০ জনের মতো ভর্তি রয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।’
এদিকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৫৫ জন ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ৫৯ জন অসুস্থ শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক। ৩০০ শয্যা থেকে পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইপিক গার্মেন্টসের জিএম (মহাব্যবস্থাপক) মিজানুর রহমান জানান, শ্রমিকদের বিনোদন দিতে ১৫ বছর ধরে বার্ষিক ইপিক উৎসব পালন করা হয়। শ্রমিকেরা সপরিবারে উৎসবে উপভোগ করেন। শ্রমিকদের জন্য ভালো খাবার, কনসার্ট ও খেলাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাঁদের বাৎসরিক কাজের মূল্যায়নস্বরূপ অ্যাওয়ার্ডও দেওয়া হয়। গতকাল সকাল থেকেই শ্রমিকেরা উৎসবে মেতে ছিলেন। দুপুরের খাবার খেয়ে সবাই বিকেল ৫টা পর্যন্ত কনসার্ট উপভোগ করেন।
মিজানুর রহমান বলেন, ‘গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় শ্রমিকেরা খুব নাচানাচি, হইহুল্লোড় করে আনন্দ করেছিলেন। তখন ওইখানেই বেশ কয়েকজন বমি করে অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা থেকে একে একে আরও বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের আলিফ হাসপাতাল ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কেউই স্থায়ীভাবে ভর্তি ছিলেন না। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন।’
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মসিউদ্দিন মেজবাহ জানান, ‘ইপিক গার্মেন্টসের বাৎসরিক অনুষ্ঠান ছিল গতকাল। সেখানে দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার পরে শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে তাঁদের কয়েকজনকে বেপজা হসপিটালে পাঠানো হয়। বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। খাবার খেয়ে ওই গার্মেন্টসের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাঁদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে