Ajker Patrika

পিকআপ-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
পিকআপ-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে খোকা মিয়া (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর শহীদ মিনার এলাকায় আজ বুধবার এই দুর্ঘটনা ঘটে।

নিহত খোকা মিয়া (৪০) শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের চাঁদপাশা গ্রামের বিলপাড় এলাকার সুন্দর আলীর ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২টার দিকে একটি পিকআপ ভ্যান নরসিংদী সদর থেকে শিবপুর উপজেলার কুন্দারপাড়া যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর শহীদ মিনার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা সবজি ব্যবসায়ী খোকা মিয়া মারা যান। এই ঘটনায় আহত হন আরও ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে খোকা মিয়ার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পিকআপ ভ্যান ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। দুইটি গাড়ির চালকই পলাতক রয়েছেন। এই ঘটনায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত