নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তাঁর নিরাপত্তার ক্ষেত্রে অনিশ্চয়তার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাৎ করে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাক্ষাতে রাষ্ট্রদূত মন্ত্রীকে বলেন যে উনি এক বাসায় গিয়েছিলেন। কিন্তু সেই বাসার বাইরে বহু লোক ছিল। তারা তাঁকে কিছু একটা বলতে চাচ্ছিল। রাষ্ট্রদূতের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা তাঁকে তাড়াতাড়ি উক্ত স্থান থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। তা না হলে লোকগুলো রাষ্ট্রদূতের গাড়ি ব্লক করে দেবে বলে তাঁকে বলা হয়। সেই নিরাপত্তা অনিশ্চয়তা থেকে তিনি তাড়াতাড়ি উক্ত স্থান ত্যাগ করেন, এবং এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রদূত বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছেন দূত বা তাঁর লোকদের ওপর কেউ আক্রমণ করেছে কি-না? আক্রমণ হয়নি বলে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তবে তার গাড়িতে সম্ভবত দাগ লেগেছে। তবে রাষ্ট্রদূত সে বিষয়ে নিশ্চিত নন।
পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, উক্ত বাসায় রাষ্ট্রদূতের যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতোনা। তাহলে, রাষ্ট্রদূত যে উক্ত বাসায় যাবেন, তা কে ফাঁস করল? এমন প্রশ্নে রাষ্ট্রদূত কিছু বলতে পারেননি বলে মন্ত্রী উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে নিশ্চয়তা দেন যে, দূত ও তাঁর লোকদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের। তা তাঁদের দেওয়া হবে। রাষ্ট্রদূত চাইলে বাড়তি নিরাপত্তাও দেওয়া হবে।
তবে, মানুষ ও মিডিয়াকে কোথাও যেতে সরকার বাধা দিতে পারবে না, এমনটা জানিয়ে মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, মানুষ ও মিডিয়াকে প্রয়োজনে কিছু দূরে রাখা যেতে পারে।
ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়ার বিষয়টি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ফাঁস হয়ে থাকতে পারে বলে দূতাবাস মনে করছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তাঁর নিরাপত্তার ক্ষেত্রে অনিশ্চয়তার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাৎ করে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাক্ষাতে রাষ্ট্রদূত মন্ত্রীকে বলেন যে উনি এক বাসায় গিয়েছিলেন। কিন্তু সেই বাসার বাইরে বহু লোক ছিল। তারা তাঁকে কিছু একটা বলতে চাচ্ছিল। রাষ্ট্রদূতের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা তাঁকে তাড়াতাড়ি উক্ত স্থান থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। তা না হলে লোকগুলো রাষ্ট্রদূতের গাড়ি ব্লক করে দেবে বলে তাঁকে বলা হয়। সেই নিরাপত্তা অনিশ্চয়তা থেকে তিনি তাড়াতাড়ি উক্ত স্থান ত্যাগ করেন, এবং এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রদূত বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছেন দূত বা তাঁর লোকদের ওপর কেউ আক্রমণ করেছে কি-না? আক্রমণ হয়নি বলে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তবে তার গাড়িতে সম্ভবত দাগ লেগেছে। তবে রাষ্ট্রদূত সে বিষয়ে নিশ্চিত নন।
পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, উক্ত বাসায় রাষ্ট্রদূতের যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতোনা। তাহলে, রাষ্ট্রদূত যে উক্ত বাসায় যাবেন, তা কে ফাঁস করল? এমন প্রশ্নে রাষ্ট্রদূত কিছু বলতে পারেননি বলে মন্ত্রী উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে নিশ্চয়তা দেন যে, দূত ও তাঁর লোকদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের। তা তাঁদের দেওয়া হবে। রাষ্ট্রদূত চাইলে বাড়তি নিরাপত্তাও দেওয়া হবে।
তবে, মানুষ ও মিডিয়াকে কোথাও যেতে সরকার বাধা দিতে পারবে না, এমনটা জানিয়ে মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, মানুষ ও মিডিয়াকে প্রয়োজনে কিছু দূরে রাখা যেতে পারে।
ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়ার বিষয়টি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ফাঁস হয়ে থাকতে পারে বলে দূতাবাস মনে করছে।
রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
৪ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১৪ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
১ ঘণ্টা আগে