Ajker Patrika

সন্তানসহ পালিয়েছে স্ত্রী, থানার সামনে যুবকের আত্মহত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সন্তানসহ পালিয়েছে স্ত্রী, থানার সামনে যুবকের আত্মহত্যার চেষ্টা

স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে সন্তানসহ পালিয়েছে এমন সন্দেহে থানার গেটের সামনে গাঁয়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন আনন্দ ভূঁইয়া (২৭) নামের এক যুবক। তবে থানার ওসি দ্রুত তাঁকে ধরে ফেলায় এ যাত্রায় বেঁচে যান তিনি।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী আনন্দ ভূঁইয়া উপজেলার পাঁচরুখি গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। 

আনন্দ জানান, দুই বছর আগে উপজেলার বগাদী গ্রামের সোহেল মিয়ার মেয়ে হালিমাকে (২২) বিয়ে করেন তিনি। তাঁদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে হালিমা অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর স্ত্রী ও সন্তান ঘরে নেই। স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে সেই পরকীয়া প্রেমিক রিসিভ করে এবং তাঁকে (আনন্দ) ফোন দিতে নিষেধ করে। এই অভিমান ও দুঃখে কেরোসিন নিয়ে আড়াইহাজার থানার সামনে হাজির হন তিনি। পরে গাঁয়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার এসে তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে গোসল করিয়ে থানা হেফাজতে নেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, থানার সামনের রাস্তায় এক যুবক শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছিল দেখে দৌড়ে গিয়ে তাঁকে ধরি। যার কারণে তিনি শরীরে আগুন দিতে পারেনি। 

ওসি জানান, থানায় আনন্দের স্ত্রী ও শ্বশুর এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত