Ajker Patrika

অন্যায়, জুলুম ও চাঁদাবাজি করিনি: আইভী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০০: ০৪
অন্যায়, জুলুম ও চাঁদাবাজি করিনি: আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি কোনো ওয়াদা ভঙ্গ করি নাই। কোনো অন্যায়, জুলুম এবং চাঁদাবাজিও করিনি। সুতরাং ভোটাররা আমাকে বেছে নিবে। নৌকা বিজয় হলে নারায়ণগঞ্জে এবারও ব্যাপক উন্নয়ন হবে।’

শুক্রবার শহরের ১১ এবং ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

আচরণবিধির প্রশ্নে আইভী বলেন, ‘নিয়ম অনুযায়ী তিনটা ওয়ার্ড মিলিয়ে একটা মাইক দিয়েছি। এই নিয়ে অভিযোগ করে কোনো লাভ নেই। নারায়ণগঞ্জের জনতা আমার পাশে। নৌকার বিজয় হবে এজন্য উনি (তৈমুর আলম) দিশেহারা হয়ে অনেক কিছু বলছেন। আর পোষ্টার নিয়ে তৈমুর কাকার অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন। আপনারা শহর ঘুরলে দেখতে পারবেন যে, আমার থেকে তাঁর পোস্টার বেশি। আমি এসব নিয়ে অপরাজনীতি করি না।’প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে আইভী বলেন, ‘শিশু থেকে নারীরাও আমার পাশে। জয়ের বিষয়ে আমি একশ ভাগ আশাবাদী। তিনি তার মত প্রচারণা চালাচ্ছে, আমি আমার মত। কোন বাঁধা বিপত্তি নেই। আশা করি ১৬ তারিখ পর্যন্ত এটাই বজায় থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত