Ajker Patrika

ফরিদপুরের টেপাখোলা হাট: বিক্রেতা বেশি, ক্রেতা কম

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সবচেয়ে বড় পশুর হাট টেপাখোলা হাটে মঙ্গলবার বিভিন্ন জেলা থেকে ২০ হাজারের বেশি গরু এসেছে। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুরের সবচেয়ে বড় পশুর হাট টেপাখোলা হাটে মঙ্গলবার বিভিন্ন জেলা থেকে ২০ হাজারের বেশি গরু এসেছে। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সবচেয়ে বড় পশুর হাট ‘টেপাখোলা হাট’ জমে উঠেছে। তবে ঈদের প্রায় দুই সপ্তাহ আগে হাটটিতে ব্যাপক হারে গরু উঠলেও ক্রেতা ও দাম কম হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ব্যবসায়ী ও খামারিরা। তবে অনেকের প্রত্যাশা, দিন যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে বিক্রি। এ ছাড়া কম দাম হওয়ায় খুশি ক্রেতারাও।

মঙ্গলবার ছিল সাপ্তাহিক হাট। এদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ২০ হাজারের বেশি গরু হাটটিতে এসেছে বলে ইজারাদার সূত্রে জানা যায়। বিকালে হাট ঘুরে দেখা যায়, ছোট, বড়, মাঝারি—সব ধরনের গরু এসেছে হাটে, যা আকারভেদে ২০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

হাটের নিরাপত্তায় সিসি ক্যামেরাসহ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া ইজারাদার কর্তৃক স্বেচ্ছাসেবী, জেলা প্রাণি অফিসের ভেটেনারি চিকিৎসক রয়েছেন। তবে গরুর তুলনায় ক্রেতা কম বলে বিক্রেতারা জানান। আশানুরূপ দাম না পেয়েও হতাশা প্রকাশ করেন তাঁরা।

ছোট-বড়, মাঝারি সব ধরনের গরু এসেছে টেপাখোলা হাটে। ছবি: আজকের পত্রিকা
ছোট-বড়, মাঝারি সব ধরনের গরু এসেছে টেপাখোলা হাটে। ছবি: আজকের পত্রিকা

হাটে সাতটি গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘অনেক গরু আসছে, কিন্তু কেনার মানুষ নাই, সবাই শুধু দেখেই চলে যায়। আমার সাতটি গরুর মধ্যে দুটি বিক্রি করতে পেরেছি মাত্র ৩ লাখ ৮০ হাজর টাকায়। এতে সীমিত লাভ হয়েছে।’

ইদ্রিস শেখ নামে এক ক্রেতা বলেন, ‘গ্রাম থেকে আজকের হাটে দাম কম। আমি তিনটি গরু কিনেছি। তাতে অন্য জায়গায় বিক্রি করলে লাভ হবে।’

হাটের ইজারাদার এম এ সালাম লাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ প্রথম দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় এই হাট (টেপাখোলা গরুর হাট) জমে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আজ ২০ হাজারের বেশি গরু এসেছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা রয়েছে। আমরা হাসিল লাখে ৩ হাজার টাকা নিয়ে থাকি।’

ফরিদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘টেপাখোলা হাটে আমাদের মেডিকেল টিম রয়েছে। পুরো জেলায় ৪০টি হাটে ১৮টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত