Ajker Patrika

টানা বৃষ্টিতে শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন, বেড়েছে ঝুঁকি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১৭: ৪৬
টানা বৃষ্টিতে শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন, বেড়েছে ঝুঁকি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে সেতুর পূর্ব পাশের সড়কের ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে মাটি ও ব্লক দেবে গেছে। এতে সড়ক ও সেতু যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির দেবে যাওয়া অংশে নরসিংদীর সড়ক ও জনপথের পক্ষ থেকে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে লাল পতাকা দিয়ে সেখানে চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট, নরসিংদী, ঢাকা ও গাজীপুর জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে এই ভাঙন দেখা দিয়েছে।

শহীদ ময়েজউদ্দিন সেতু সড়ক দিয়ে চলাচল করা সিএনজি অটোরিকশাচালক মো. মজিবুর রহমান বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে এই সড়কের একটি অংশ দেবে গেছে। এতে অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছি। দীর্ঘদিন ধরে ওই অংশে থাকা সড়কবাতিও অকেজো হয়ে রয়েছে। এতে রাতের বেলায় অন্ধকারে চলাচল করা অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহন বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। এরই মধ্যে ওই সংযোগ সড়ক ভারী যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তাটি সংস্কারের ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই দ্রুত এই সেতুর সংযোগ সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে নরসিংদীর সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙনের খবর পেয়ে আমরা বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছি। দীর্ঘ বছরের পুরোনো সড়ক ও সেতু হওয়ায় এমনটি হয়েছে। খুবই দ্রুত এটি মেরামতের কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত