পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে সেতুর পূর্ব পাশের সড়কের ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে মাটি ও ব্লক দেবে গেছে। এতে সড়ক ও সেতু যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির দেবে যাওয়া অংশে নরসিংদীর সড়ক ও জনপথের পক্ষ থেকে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে লাল পতাকা দিয়ে সেখানে চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট, নরসিংদী, ঢাকা ও গাজীপুর জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে এই ভাঙন দেখা দিয়েছে।
শহীদ ময়েজউদ্দিন সেতু সড়ক দিয়ে চলাচল করা সিএনজি অটোরিকশাচালক মো. মজিবুর রহমান বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে এই সড়কের একটি অংশ দেবে গেছে। এতে অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছি। দীর্ঘদিন ধরে ওই অংশে থাকা সড়কবাতিও অকেজো হয়ে রয়েছে। এতে রাতের বেলায় অন্ধকারে চলাচল করা অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহন বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। এরই মধ্যে ওই সংযোগ সড়ক ভারী যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তাটি সংস্কারের ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই দ্রুত এই সেতুর সংযোগ সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে নরসিংদীর সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙনের খবর পেয়ে আমরা বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছি। দীর্ঘ বছরের পুরোনো সড়ক ও সেতু হওয়ায় এমনটি হয়েছে। খুবই দ্রুত এটি মেরামতের কাজ শুরু করা হবে।’
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে সেতুর পূর্ব পাশের সড়কের ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে মাটি ও ব্লক দেবে গেছে। এতে সড়ক ও সেতু যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির দেবে যাওয়া অংশে নরসিংদীর সড়ক ও জনপথের পক্ষ থেকে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে লাল পতাকা দিয়ে সেখানে চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট, নরসিংদী, ঢাকা ও গাজীপুর জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে এই ভাঙন দেখা দিয়েছে।
শহীদ ময়েজউদ্দিন সেতু সড়ক দিয়ে চলাচল করা সিএনজি অটোরিকশাচালক মো. মজিবুর রহমান বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে এই সড়কের একটি অংশ দেবে গেছে। এতে অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছি। দীর্ঘদিন ধরে ওই অংশে থাকা সড়কবাতিও অকেজো হয়ে রয়েছে। এতে রাতের বেলায় অন্ধকারে চলাচল করা অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহন বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। এরই মধ্যে ওই সংযোগ সড়ক ভারী যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তাটি সংস্কারের ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই দ্রুত এই সেতুর সংযোগ সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে নরসিংদীর সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙনের খবর পেয়ে আমরা বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছি। দীর্ঘ বছরের পুরোনো সড়ক ও সেতু হওয়ায় এমনটি হয়েছে। খুবই দ্রুত এটি মেরামতের কাজ শুরু করা হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে