Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২০: ৫১
রাজধানীর খিলগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকার একটি বাসা থেকে রোকসানা আক্তার কান্তা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। 

আজ বুধবার বেলা ২টার দিকে খিলগাঁও গোড়ান ৮ নম্বর পানির পাম্পসংলগ্ন একটি বাসার সপ্তম তলা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘দুপুরের দিকে সংবাদ পেয়ে গোড়ানের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূ বিছানায় শোয়ানো অবস্থায় ছিল। পরিবার থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে ঝগড়া করে তিনি দরজা বন্ধ করে দেন। তখন স্বামী দুই সন্তান নিয়ে অন্য কক্ষে থাকেন। ওই গৃহবধূর মা রুবি বেগমও তখন মেয়ের বাড়িতেই ছিলেন।’ 

আব্দুল্লাহ আরও বলেন, ‘সকালে ওই গৃহবধূর কক্ষে ধাক্কানোসহ ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি পরিবার। তখন নিজেরাই দরজা ভেঙে দেখে কান্তা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তারা দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে। খবর পেয়ে দুপুরে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ 

রোকসানা আক্তার কান্তার বড় ভাই সাইফুল ইসলাম তপন জানান, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফায়দাবাদ গ্রামে। বাবার নাম বাকারিয়া ইসলাম। বর্তমানে তাঁরা মতিঝিল এজিবি কলোনিতে থাকেন। তবে কান্তা স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ও এক ছেলে এক মেয়েকে নিয়ে খিলগাঁও গোড়ানে থাকতেন। কান্তার স্বামী রাশেদ নবাবপুরে ব্র্যাকে চাকরি করেন।

সাইফুল আরও জানান, কান্তার স্বামী রাশেদ তাঁর এক কলিগকে বিয়ে করেছেন, এমন সংবাদ পান কান্তা। এ বিষয় নিয়ে বেশ কয়েক দিন তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল রাতেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয় তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত